নয়াদিল্লি: করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এ বার কংগ্রেস (Congress) সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi) শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়ল। নাক দিয়ে রক্তপাত হচ্ছে তাঁর। অস্ত্রোপচারও করতে হয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে জানাল কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দেওয়ার মধ্যেই বৃহস্পতিবার মাকে দেখতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। তার পর এ দিন সকালে সনিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিবৃতি দিল কংগ্রেস। শ্বাসযন্ত্রে ফাঙ্গাল সংক্রমণ ধরা পড়েছে। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে। 


কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন সনিয়া। কোভিড পরবর্তী উপসর্গ রয়েছে তাঁর (Post COVID Symptoms)। একটি ছোট অস্ত্রোপচারও করতে হয়েছে বৃহস্পতিবার সকালে। শ্বাসযন্ত্রের নিম্ন ভাগে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 



এ বছর ৭৬-এ পা দেবেন সনিয়া। গত ১২ জুন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। সেই সময়ও নাক দিয়ে রক্ত পড়ছিল বলে জানা গিয়েছে। গত ২ জুন করোনা ধরা পড়ে তাঁর। ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকেও তলব করে ইডি। ২৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁকে। 


রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা নিয়মিত সনিয়াকে দেখতে যাচ্ছেন হাসপাতালে। বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত হাসপাতালে ছিলেন রাহুল। মায়ের পাশে থআকার জন্যই পরবর্তী হাজিরার দিন পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য ইডি-কে আর্জি জানিয়েছেন তিনি। গত তিন দিনে ৩০ ঘণ্টা তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। সোমবার, ২০ জুন ফের তাঁকে জেরা করবে ইডি। 


সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। রাহুলকে কেন্দ্রের বিজেপি সরকার এজেন্সি দিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ কংগ্রেসের। দিল্লিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন দলের কর্মীরা। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেধে যায়। কংগ্রেস কর্মীদের মারধর, টানা-হ্য়াঁচড়া করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।