নয়াদিল্লি : ' মোদি জমানায় বিরোধী কণ্ঠরোধের চেষ্টা। প্রতিবাদ করলেই পিছনে ইডি।' প্রতিবাদ মিছিল শুরু আগেই সাংবাদিক বৈঠক থেকে সরব হয়েছিলেন রাহুল গাঁধী ( Rahul Gandhi ) । এরপর কালো পোশাকে নয়া দিল্লির পথে নামে কংগ্রেসের ( Congress ) শয়ে শয়ে কর্মী। পুরোভাগে ছিলেন রাহুল - প্রিয়ঙ্কা ( Priyanka Gandhi ) । কালো পোশাকে এগিয়ে চলে মিছিল। কিন্তু বিজয় চক পৌঁছনোর আগেF কংগ্রেসের মিছিল আটকায় পুলিশ । তারপরই দিল্লিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় কংগ্রেস সাংসদদের।


আটক রাহুল-প্রিয়ঙ্কা
সংসদ মার্গে আটক  করা হয় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে। তিনি অভিযোগ করেন, শুধু মিছিল রুখে দেওয়াই নয়, কংগ্রেস সাংসদদের মারধরও করা হয়েছে ! মিছিল আটকালে পথেই বসে পড়েন নেত্রী প্রিয়ঙ্কা। আটক করা হয় রাহুল প্রিয়ঙ্কা দুজনকেই। আটক শশী তারুরও। শুক্রবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিকের কারণ দেখিয়ে কংগ্রেসের কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। যন্তর মন্তর বাদে নতুন দিল্লিতে জারি হয় ১৪৪ ধারা।


শুক্রবার সকাল থেকেই গোটা আকবর রোড মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে। একই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন চলো অভিযানে অংশ নেবেন কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। অন্যদিকে, যন্তর মন্তর বাদে নতুন দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা।


মোদি জমানায় বিরোধী কণ্ঠরোধের চেষ্টা : রাহুল
সকালেই একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল। তিনি বলেন, ' যা দেখছি, তা হল ভারতীয় গণতন্ত্রের মৃত্যু হয়েছে। যে গণতন্ত্রকে তৈরি করা হয়েছিল, তা ধ্বংস হচ্ছে। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধীরা দেশের আইনব্যবস্থা, বিচারবিভাগের ভরসায় লড়ে। কিন্তু বর্তমানে দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়। দেশে ৪ জন যা ইচ্ছে তাই করছেন'