পানাজি: গোয়া বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ১০ মার্চ। ভোটে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপিই। কংগ্রসের ফল এবার যথেষ্ট নিশারাজনক। কিন্তু গোয়ায় সরকার গঠনে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। রাজ্যে বিজেপির সরকার গঠনে কেন দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসে অন্যতম শীর্ষ নেতা দিগম্বর কামাত। রাজ্যে সরকার গঠনের বিষয়ে নির্দল বিধায়ক এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সমর্থন বিজেপি প্রকৃতপক্ষে পেয়েছে কিনা, সেই প্রশ্ন তুলেছেন দিগম্বর কামাত। এর পাশাপাশি কংগ্রেসের আর এক নেতা কার্লোস ফেরেরা বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল যদি সরকার গড়তে না পারে তাহলে দ্বিতীয় স্থানে থাকা দলকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। 


দিগম্বর কামাত বলেছেন, মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে পারছে না। এজন্য দলে হয়ত অন্তর্কলহ চলছে। অথবা নির্দল বা বিজেপির মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সমর্থন মেলেনি। এই জন্যই সরকার গঠনে এত বিলম্ব হচ্ছে। 


সুযোগ পেলে কংগ্রেস গোয়ার সরকার গঠন করতে পারে কিনা? কংগ্রেস কি অন্যান্য নির্দল ও অন্য দলগুলির বিধায়কদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে? এই প্রশ্ন করা হলে দিগম্বর কামাত বলেছেন, গোয়ার রাজনীতিতে সব কিছুই সম্ভব। কোনও সম্ভাবনাই অস্বীকার করা যায় না। 


অন্যদিকে, কংগ্রেসের অন্য নেতা কার্লোস ফেরারার অভিযোগ, রাজ্যপাল তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।  সরকার গঠনের আগেই বিধায়করা শপথ নিয়েছেন, গোয়ার ইতিহাসে এর আগে কখনও এমন ঘটেনি। একক সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন না করতে পারলে রাজ্যপালের দায়িত্ব হল দ্বিতীয় স্থানে থাকা দলকে সরকার গঠনের সুযোগ দেওয়া। 


উল্লেখ্য, এবারের গোয়া বিধানসভার নির্বাচনে ৪০ আসনের মধ্যে ২০ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ১১ আসনে জয়। গোয়া ফরোয়ার্ড পার্টি ১, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ২, রিভোলিউশনারি গোয়ান পার্টি ১ ও নির্দল ৩ আসনে জয়ী হয়েছে।