পালঘর (মহারাষ্ট্র): সারা দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। আর হোলি উদযাপনের আনন্দের মধ্যেই মহারাষ্ট্রের পালঘরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল এক সাইকেল আরোহীর।  গতকাল হোলিকা দহনের ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক থেকে এক কিশোর জল ভরা বেলুন এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে ছোড়ে। আর এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারেন। এর ফলে ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 


চলন্ত ট্রাক থেকে জল ভরা বেলুন ছোঁড়ে এক কিশোর


পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের পালঘর জেলায় হোলিকা দহন অনুষ্ঠানের জন্য ট্রাকে করে কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় ট্রাকে ছিল ওই কিশোরও। যাওয়ার সময় সে এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে জল ভরা বেলুন ছোড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই স্কুটার আরোহী। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার ধাক্কা মারে ওই ব্যক্তির সাইকেলে। গুরুতর আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ওই সাইকেল আরোহীকে। 


অরনালা থানার পুলিশের এক আধিকারিক বলেছেন, বৃহস্পতিবার রাতে বিরারের আগশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এর আগে ওই স্কুটার আরোহীকে লক্ষ্য করে বাচ্চারা জল ভরা বেলুন ছোঁড়ে। মৃতের পরিচয় জানা গেছে। তাঁর নাম রামচন্দ্র পটেল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


এদিকে, দোলের দুপুরে দক্ষিণ ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় মোটর বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল।কাউন্সিলরের লোকজনের সঙ্গে হাতাহাতি বাধল মৃতের বন্ধুদের।যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত সোমনাথ সাউ বজবজের বাসিন্দা।স্থানীয় সূত্রে খবর,এদিন দুপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে বাটানগরে যাচ্ছিলেন সোমনাথ।সেইসময় বজবজ ট্রাঙ্ক রোডে ESI হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীর দাবি, মোটর বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি।সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে জানান।এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে, এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেন মৃতের বন্ধুরা।ঘটনার সময় উপস্থিত মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, লাভ হয়নি।অশান্তির খবর পেয়ে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষের নেতৃত্বে হাসপাতালে আসে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। গন্ডগোলে জড়িত থাকার অভিযোগ পুলিশ ২ জনকে আটক করেছে।