Corona Cases In Delhi Mumbai: দেশে ক্রমবর্দ্ধমান করোনা আক্রান্তর সংখ্যা ফের প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হারে বাড়ায়  করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ঘোরতর হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে,  ৩০ ডিসেম্বর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা দেশে ছিল ১৩,১৫৪, যা গত বুধবারের তুলনায় ৪৩ শতাংশ বেশি।  দেশের দুই মহানগরী মুম্বই ও দিল্লিতে করোনা আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, মুম্বইতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,৬৭১। অন্যদিকে, দিল্লিতে দৈনিক আক্রান্তর সংখ্যা গত আট মাসে ছিল সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ১৩১৩। ফলে মুম্বই ও দিল্লির আরও একবার করোনার হটস্পট হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। 


মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যার এই বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে শহরের মেয়র কিশোরী পেডনেকর ও বৃহন্মুম্বই পুরসভার আধিকারিক ইকবাল সিংহ চহলের সঙ্গে শহরের চলতি পরিস্থিতি নিয়ে একটি বৈঠকও করেছিলেন। তিনি সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার আর্জি জানিয়েছেন। তিনি গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, আজ মুম্বইতে করোনা আক্রান্তর সংখ্যা ২০০০ ছাড়িয়ে যাবে। বাস্তবে তাই হয়েছে। 


এরইমধ্যে করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দেশের বিভিন্ন রাজ্য সরকার নতুন করে বিধি নিষেধ জারির পথে হাঁটছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবারই জাতীয় রাজধানীতে ইয়েলো অ্যালার্ট ঘোষণা করেছিলেন। এর আওতায় জারি নির্দেশিকা অনুসারে, স্কুল, কলেজ, সিনেমা হল ও জিম বন্ধ থাকবে। নির্দেশে আরও বলা হয়, দিল্লি মেট্রোতে মোট যাত্রী সংখ্যার ৫০ শতাংশ নিয়ে চলবে। অন্যদিকে, অটো রিক্সা বা ক্যাবে সবচেয়ে বেশি দুজন যাত্রী যাতায়াত করতে পারবেন।


এরইমধ্যে গত ২৮ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে কোভিড- বিধি লঙ্ঘনের ৪৩০০-র বেশি ঘটনা সামনে এসেছে। দিল্লি সরকারের ২৮ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিধি লঙ্ঘনের ৪,৩৯২ ঘটনার মধ্যে ৪,২৪৮ টিই মাস্ক সংক্রান্ত। এছাড়াও ৮৩ টি মামলা দূরত্ব বিধি লঙ্ঘন ও ৬০ টি মামলা প্রকাশ্যে থুতু ফেলার।