চণ্ডীগড় : করোনা ভ্যাকসিনের ন্যূনতম প্রথম ডোজ না নেওয়া থাকলে ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটিতে পাঠানো হবে। শুক্রবার এমনই ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে, মেডিক্যাল-গত কোনও কারণে ভ্যাকসিন না নেওয়া হলে সেক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর হবে না। 


সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁরা যেন কোনওভাবেই যাঁরা ভ্যাকসিন নিতে দ্বিধা করছেন তাঁদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন। 


শুক্রবার করোনা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বিভিন্ন নথি বিশ্লেষণ করে ভ্যাকসিনের কার্যকরিতা দেখা গেছে। এব্যাপারে সরকারি কর্মীদের কাছে পৌঁছনোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যাঁরা ভ্যাকসিন নিতে দ্বিধা করছেন, তাঁদের ছুটিতে পাঠানো হবে। যতক্ষণ না তাঁরা প্রথম ডোজ নিচ্ছেন ততক্ষণ এই ছুটি বহাল থাকবে।


মৃত্যু এড়াতে প্রথম ডোজে ভাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি। দ্বিতীয় ডোজের কার্যকারিতা প্রায় ১০০ শতাংশ। সম্প্রতি এমনটাই দাবি করেছেন কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল। পাশাপাশি করোনা সতর্কতা মেনে স্কুল খোলার পক্ষেও সওয়াল করেন তিনি। তবে স্কুল খুলতে গেলে শিক্ষক ও অভিভাবকদের টিকাকরণ বাধ্যতামূলক, পরামর্শ কোভিড টাস্ক ফোর্সের প্রধানের।  


এদিকে দেশে বেশ খানিকটা কমেছে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৯৭৩। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন।