নয়া দিল্লি : বাজেট অধিবেশনের আগেই করোনার (Corona) কবলে সংসদ (Parliament)। লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভা (Rajya Sabha) সচিবালয় এবং সহযোগী পরিষেবায় যুক্ত প্রায় ৪০০ কর্মী সংক্রমিত। প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে। নমুনা পাঠানো হয়েছে জিন পরীক্ষার জন্য। 


সূত্রের খবর, জানুয়ারি ৪ থেকে ৮ তারিখের মধ্যে নিয়মিত পরীক্ষায় রাজ্যসভার সচিবালয়ের ৬৫ জন কর্মী, লোকসভার সচিবালয়ের ২০০ জন কর্মী এবং সহযোগী পরিষেবার সঙ্গে যুক্ত ১৩৩ জন কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট (Corona Positive Report) আসে। 


এদিকে জানুয়ারির শেষ দিকে শুরুর সম্ভাবনা রয়েছে সংসদের বাজেট অধিবেশনের (Budget Session)। তার আগে করোনার হানায় উদ্বেগ বেড়েছে। কর্মচারীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির পরে, রাজ্যসভা সচিবালয় কর্মকর্তা এবং কর্মীদের উপস্থিতির উপর পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে ।


আরও পড়ুন ; মাতৃদুগ্ধের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে শিশুর মধ্যে ! বলছে গবেষণা 


সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, আন্ডার সেক্রেটারি বা এক্সিকিউটিভ অফিসার পদমর্যাদার ৫০ শতাংশ কর্মকর্তা ও কর্মীকে এ মাসের শেষ পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে হবে। তাঁরা মোট কর্মচারীর প্রায় ৬৫ শতাংশ।


রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং বাজেট অধিবেশনের আগে সচিবালয়ের কর্মকর্তা এবং কর্মীদের মধ্যে ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে সক্ষম এবং গর্ভবতীদের অফিসে কাজে যোগ দেওয়া থেকে অব্যহতি দেওয়া হয়েছে। সমস্ত অফিসিয়াল মিটিং ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


নাইডু আরও নির্দেশ দিয়েছেন যে, সমস্ত কর্মকর্তা এবং কর্মীর কোভিড পরীক্ষা করাতে হবে। সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার ওপর নজরদারি চালাতে হবে। প্রয়োজনে তাঁদের হাসপাতালে ভর্তি এবং চিকিৎসায় সাহায্য করতে হবে।


সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে লোকসভা সচিবালয় জানিয়েছে, আন্ডার সেক্রেটারি স্তরের ৫০ শতাংশ অফিসার সিদ্ধান্ত অনুযায়ী রোটেশন পদ্ধতিতে অফিসে যোগ দেবেন।