নিউইয়র্ক : করোনা-পর্বে একের পর এক গবেষণা সামনে এসেছে। আরও একটি নতুন তথ্য সামনে এল। বুকের দুধের মাধ্যমে শিশুদের কাছে SARS-CoV-2-এর অ্যান্টিবডি স্থানান্তর করতে পারেন করোনা টিকাপ্রাপ্ত মহিলারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে সন্তানদের সম্ভাব্য নিষ্ক্রিয় অনাক্রম্যতা তৈরি করে দেন। এমনই একটি গবেষণা সামনে এসেছে। এই তথ্য স্তনপান করানো মহিলাদের ভ্যাকসিন নেওয়ার পর বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোয় আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।


এই সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে Obstetrics & Gynecology নামে একটি জার্নালে (Journal)। এই গবেষণা কোভিড-19 (Covid-19) এমআরএনএ ভ্যাকসিন বুকের দুধ ও বুকের দুধ খাওয়া বাচ্চার মলে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা মিলছে সেই সংক্রান্ত পরিমাপের কথা বলেছে। 


ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র ও প্রধান লেখক ভিগনেশ নারায়ণস্বামী জানিয়েছেন, এই গবেষণাটি টিকাপ্রাপ্ত যে কোনও মহিলার বাচ্চার মলের নমুনায় SARS-CoV-2 অ্যান্টিবডি শনাক্ত করার জন্য প্রথম। তাঁর সংযোজন, এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ, মহিলারা জানতে চান যে, তাঁদের বাচ্চাদের অ্যান্টিবডি আছে কি না। আমাদের গবেষণায় দেখা গেছে, মাতৃদুগ্ধের মাধ্যমে অ্যান্টিবডি স্থানান্তরিত হচ্ছে। এই প্রমাণ, মহিলাদের ভ্যাকসিন গ্রহণের পরে স্তন্যপান চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।


আরও পড়ুন ; স্তন্যপান করানো মহিলাদের দেহে ১০ মাস কার্যকর কোভিড প্রতিরোধী অ্যান্টিবডি


উপরন্তু, গবেষণায় দেখা গেছে যে, বয়স নির্বিশেষে দেড় মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে অ্যান্টিবডি শনাক্ত করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৩০ জন স্তন্যদানকারী মহিলা - যাঁদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী তাঁরা এই গবেষণায় নাম নথিভুক্ত করিয়েছিলেন। তাঁরা জানুয়ারি থেকে এপ্রিল ২০২১ এর মধ্যে কোভিড-১৯ এমআরএনএ ভ্যাকসিন পান। 


মহিলারা টিকা নেওয়ার আগে বুকের দুধের নমুনা সরবরাহ করেছিলেন। তাঁরা তাঁদের রক্তের নমুনাও দিয়েছিলেন। মায়েদের দ্বিতীয় টিকাকরণের ২১ দিন পরে শিশুর মলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুকের দুধ, শুকনো রক্তের দাগ এবং শিশু মলের প্রাক-মহামারী নমুনা গবেষণার কাজে ব্যবহৃত হয়েছিল। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের এনভায়রনমেন্টাল টক্সিকোলজির অধ্যাপক ক্যাথলিন আর্কারো বলেন, "যে সব মহিলা ভ্যাকসিন থেকে অসুস্থ বোধ করেছিলেন তাঁদের শিশুর মলের প্রচুর অ্যান্টিবডি পাওয়া যায়।"