নয়াদিল্লি: ভারতে চলছে কোভিড ঝড় ৷ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা ৷ একদিনে ফের রেকর্ড সংক্রমণ দেশে ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷





করোনায় ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,০৮,৩৩০ জনের ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩১,৭০,২২৮ জন ৷ এর পাশাপাশি ১৫,২২,৪৫,১৭৯ জনকে করোনার ভ্যাকসিন এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়েছে ৷


এদিকে ভারতের কোভিড পরিস্থিতির সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো তাদের বায়ুসেনার প্রথম বিমানটি শুক্রবার সকালে রাজধানীতে এসে পৌঁছল।করোনা নিয়ে ভারতে চলতে থাকা কার্যত জরুরীকালীন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলেই জানিয়েছে। দু-দেশের ৭০ বছরের সম্পর্ক আরও মজবুত হবে বলেই প্রত্যয়ী এ দেশের মার্কিন দূতাবাস।অক্সিজেন সাপোর্ট, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন জেনারেশন ইউনিট, পিপিই, ভ্যাকসিন তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম এসেছে বিমানটিতে।



করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সরঞ্জাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু বিমান পরের সপ্তাহে ভারতে এসে পৌঁছবে বলেই জানা যাচ্ছে। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্যক্তিগতস্তরে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কথোপকথনেই ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বাইডেন।