নয়াদিল্লি: দেশে মারণ করোনাভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৬২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৭৯। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ৯৮৭। এক ঝলকে দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি।
দেশে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৩৯১। এরফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৩ হাজার ৬৭৮। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪ জনের।
গতকাল করোনা টিকার ৩০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনা টিকার ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩০ লক্ষ ২৬ হাজার ৪৮৩ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে এই নিয়ে টানা ২১ দিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩০ হাজারের কম রয়েছে। অন্যদিকে, ১১০ দিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে।
অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের ০.৬০ শতাংশ, গত মার্চের পর যা সবচেয়ে কম। করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.০৭ শতাংশ। ২০২০-র মার্চের পর যা সবচেয়ে বেশি।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছিল ২০২০-র ৭ অগাস্ট, ৩০ লক্ষ ছাড়িয়েছিল ২০২০-র ২৩ অগাস্ট, ২০২০-র ৫ সেপ্টেম্বর, ৫০ লক্ষ ছাড়িয়েছিল ২০২০-র ১৬ সেপ্টেম্বর। আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়েছিল গত বছরের ২৮ সেপ্টেম্বর। ৭০ লক্ষ ছাড়িয়েছিল গত বছরের ১১ অক্টোবর। গত বছরের ২৯ অক্টোবর এই সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ছিল। ৯০ লক্ষ ছাড়িয়েছিল গত ২০ নভেম্বর। ১ কোটি পেরিয়ে গিয়েছিল গত ১৯ ডিসেম্বর।