বেঙ্গালুরু : গাড়িই যেন তাঁর চলন্ত ক্লিনিক। থার্মাল গান, ওষুধ থেকে অক্সিজেন কনসেনট্রেটর কী নেই সেখানে। বেঙ্গালুরুর চিকিৎসক সুনীল কুমার হেব্বি তাঁর গাড়িকেই বানিয়ে ফেলেছেন মোবাইল ক্লিনিক। আর তারপর গোটা শহরজুড়ে ঘুরে বেড়িয়ে রোগী দেখে বেড়াচ্ছেন তিনি। কোভিড হোক বা নন কোভিড, অতিমারিতে দীর্ণ কঠিন অবস্থার মাঝে তাঁর তৈরি মোবাইল ক্লিনিক নিয়েই পৌঁছে যাচ্ছেন চিকিৎসক। রোগী দেখছেন, প্রাথমিক চিকিৎসাও করছেন, আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে।
কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে প্র্যাকটিস করেন চিকিৎসক সুনীল হেব্বি। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, 'গাড়িকেই মোবাইল ক্লিনিক বানিয়ে ফেলেছি। এখানে একান্ত প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র রয়েছে। একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন রয়েছে। পাশাপাশি আমার সঙ্গে থাকছেন অন্য চিকিৎসক, নার্সরাও।'
কীভাবে তাঁরা বেঙ্গালুরু শহরজুড়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেটাও জানিয়ে চিকিৎসক সুনীল হেব্বি বলেছেন, 'শহরজুড়ে ঘুরে বেড়িয়ে কোভিড ও নন কোভিড পেশেন্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজটা করছি। এখনও পর্যন্ত আড়াইশোর বেশি রোগী দেখেছি এভাবে। কারোর থেকেই কোনও টাকা নেওয়া হচ্ছে না। আমাদের উদ্যোগকে সমর্থন জানালে অবশ্য ডোনেশনের রাস্তা খোলা রয়েছে।'
দক্ষিণের রাজ্য কর্ণাটক সহ গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামির সঙ্গে প্রবল লড়াই চালাচ্ছে। রোজই সংক্রমিত, মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশজুড়ে। এর মাঝেই কার্যত দেশজুড়ে হাহাকার হাসপাতালের বেড, অক্সিজেন, ওষুধ নিয়েও। অতিমারির এই কঠিন সময়ের মধ্যেও অবশ্য অনেকেই বাড়তি দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন। তাদের সাধ্যের বাইরে গিয়েও মানবিকতার খাতিরে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাঁরা।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১।