নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টাতেও তিন হাজারের বেশিই দেশের করোনা সংক্রমণ (Corona Virus Infection)। বেশ কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর। গত মঙ্গলবার স্বস্তি দিয়ে তিন হাজারের নীচে নেমেছিল দৈনিক কোভিড সংক্রমণ। কিন্তু এবার তা পেরিয়ে গেল সাড়ে তিন হাজারের গণ্ডি। নতুন করে একদিনে সংক্রমিত হলেন ৩ হাজার ৫৪৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ২৭৫ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী,



  • দেশে নতুন করে ৩ হাজার ৫৪৫ জন সংক্রমিত। 

  • এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,৩০,৯৪,৯৩৮।

  • গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের।

  • একমাত্র এই মৃত ত্রিপুরার বাসিন্দা।

  • এদিকে এর আগে কেরলে মৃত্যু হওয়া ২৬ জনকে শেষ বুলেটিনে যোগ করা হয়েছে। যার জেরে শুক্রবারের পরিসংখ্যানের মৃতের সংখ্যা ২৭।

  • দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৪,০০২।

  • গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১ জন কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮৮ জন।


নতুন গবেষণা (New Research)-


কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ? বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের  CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।  


WHO-র রিপোর্ট ঘিরে সংঘাত


এদিকে করোনায় ভারতে সর্বাধিক মৃত্যু ঘটেছে বলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করেছে হু। তাতে বলা হয়েছে, ২০২০-র জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে ৪৭ লক্ষ করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা সরকার প্রদত্ত পরিসংখ্যানের চেয়ে দশ গুণ বেশি, এবং গোটা বিশ্বে করোনায় যত মানুষ মারা গিয়েছেন, তার এক তৃতীয়াংশ। হু জানিয়েছে, করোনার প্রকোপে গোটা বিশ্বে ১ কোটি ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছেন। 


WHO-র দাবি খারিজ কেন্দ্রের


হু-র রিপোর্ট ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক বলেও দাবি করেছে কেন্দ্র।  বলা হয়েছে, ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ভারতে মৃত্যুসংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। তা নিয়ে লাগাতার আপত্তি জানালেও, ভারতের মতামত গ্রাহ্য না করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে দাবি কেন্দ্রের।