নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। খুলে গেল কেদারনাথের মন্দির। প্রতিবছরের মতোই শীতের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের মন্দির। তার ৬ মাস পর আজ, শুক্রবার সকাল ৬টা বেজে ২৫মিনিটে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা।


পুজোপাঠ:
এদিন নিয়ম মেনে পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করা হয়। শৈব মতে পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হয়েছে। পুজো উপলক্ষে বিপুল পরিমাণ ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। সূত্রের খবর, মন্দির সাজাতে কয়েক কুইন্টাল ফুল লেগেছে। 


এর আগে ৩ মে খুলেছে গঙ্গোত্রী যমুনোত্রী। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, আগামী ৮ মে খুলে যাবে বদ্রীনাথের মন্দির। এদিন পুজো ঘিরে বিপুল ভক্ত সমাগম ঘটে কেদারনাথ মন্দিরে। বহু দূর থেকে কেদারনাথে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে, ফুলে গমগম করছে মন্দির চত্বর। এর মধ্যেই চারধাম যাত্রা শুরু হয়েছে।  


উপস্থিত উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী:
উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি পুজো দেন। এদিন তিনি বলেন, 'আজ আমাদের জন্য অনেক বড় দিন। কেদারনাথের দরজা খুলেছে। চারধাম যাত্রা শুরু হয়েছে। দুই বছর পর চারধাম যাত্রা শুরু হয়েছে।' 


মন্দির খোলার পর থেকেই ক্রমশই ভিড় বাড়ছে মন্দির চত্বরে। বিভিন্ন এলাকা থেকে এসেছে ভক্তরা। পুজো দিয়ে দর্শনও করছেন তাঁরা। নিয়ম মেনে শীতকালে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির। পরে গ্রীষ্মে খোলে মন্দিরের দরজা। ২০১৩ সালে প্রাকৃতিক বিপর্যয়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরে। তারপর থেকে ধারাবাহিক ভাবে মন্দির নির্মাণে কাজ হয়েছে। গত বছর নভেম্বরে মন্দির বন্ধ হওয়ার আগে সেখানে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল ও মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। ওই জায়গা নতুন করে তৈরির করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।  


আরও পড়ুন: ১ লাখ বেতন হলেও হাতে পাবেন এই টাকা, 'ইন হ্যান্ড স্যালারি' কি জানেন ?