নয়াদিল্লি: ক্রমশ উদ্বেগজনক হচ্ছে দেশের কোভিড পরিস্থিতি। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী ফের কুড়ি হাজারের উপর থাকল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত কয়েকদিন ধরেই কুড়ি হাজার বা তার উপরেই থাকছে দেশের দৈনিক সংক্রমণ-গ্রাফ। বাড়ছে অ্যাক্টিভ কেসও। গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, আগের দিন থেকে দেশে বেড়েছে দৈনিক সংক্রমণ।
ভারতের কোভিড গ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৪৪ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার ৫৯৯।
- এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯।
- গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৯০ জন। এখন দেশে সুস্থতার হার ৯৮,৪৭%