নয়াদিল্লি : এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে,  শরীরে কোনও উপসর্গ না থাকলে rt-pcr টেস্ট এর প্রয়োজন নেই । জানিয়ে দিলেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ - এর (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ। একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান,  ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সরকার চেষ্টা করছে  Rapid Antigen Test বা RAT বাড়ানোর , যাতে তড়িঘড়ি শরীরে করোনাভাইরাস এর অস্তিত্ব ধরে ফেলা যায় এবং দ্রুত আইসোলেশনের বন্দোবস্তও করা যায়।


সেই সঙ্গে আরও জানানো হয়,  হাসপাতাল থেকে রোগী ছেড়ে দেওয়ার সময় rt-pcr টেস্ট এর কোনও দরকার নেই। যদি রোগীর সুস্থ থাকেন তাহলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও rt-pcr টেস্টের প্রয়োজন নেই । তিনি আরও বলেন,  অপ্রয়োজনে  বেড়ানো বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অবশ্যই এড়িয়ে চলতে হবে । যখন কোনও উপসর্গহীন ব্যক্তি কোথাও যাচ্ছেন তাহলে অবশ্যই তাকে কোভিড গাইডলাইন মেনে চলতে হবে।

ভার্গব আরও বলেন, ভারত যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত, তখন দ্রুততার সঙ্গে পরীক্ষা করে করোনা আক্রান্তকে চিহ্নিত করা দরকার।  খুব দ্রুত গ্রামে গ্রামে পরীক্ষা  বাড়ানো উচিত এবং বিশেষত প্রত্যন্ত গ্রামে গিয়ে  টেস্ট করা প্রয়োজন। 

তিনি আরও বলেন,  যদি কারোর জ্বর থাকে, সেই সঙ্গে সর্দি মাথাব্যথা,  গলাব্যথা, শ্বাসকষ্ট, গা-হাত-পা ব্যথা কিংবা গন্ধহীনতা অথবা স্বাদহীনতায় ভোগেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করোনা পরীক্ষা করে নেওয়া উচিত।  সেই সঙ্গে তিনি আরও বলেন ভারতে প্রতিদিন ১৮ থেকে ২০ লাখ করোনা পরীক্ষা হচ্ছে । 

আজ  করোনা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, 



  • হাসপাতাল থেকে ছাড়ার সময় করোনাজয়ীর টেস্টের প্রয়োজন নেই

  • ভর্তির ১০ দিন পর সুস্থ হয়ে উঠলে টেস্ট করতে হবে না: স্বাস্থ্যমন্ত্রক

  • টানা পাঁচ দিন জ্বর না থাকলেও আরটিপিসিআর টেস্টের প্রয়োজন নেই

  • সুস্থ ব্যক্তি অন্য রাজ্যে গেলেও আরটিপিসিআর টেস্টের দরকার নেই

  • নির্মাণকারী সংস্থা থেকে সরাসরি টিকা কিনতে পারে রাজ্য, জানাল স্বাস্থ্যমন্ত্রক