'' আজ আমি আমার ছেলে আশিস (বিকু) কে দুপুরবেলা বিদায় জানিয়েছি। আমি সকলকে ধন্যবাদ জানাই, যাঁরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । আমি সকলকে ধন্যবাদ জানাই যাঁরা এই পরিস্থিতিতে আমায় শক্তি জুগিয়েছেন । এই অন্ধকার সময়ের মুখোমুখি হওয়ার ক্ষমতা দিয়েছেন । আমি জানি আমি একা নই, আমি একা এই দুঃখ পাচ্ছি না , এই এই অতিমারি অগণিত জীবন কেড়ে নিচ্ছে ''
নিজের ছেলেকে শেষ বিদায় জানিয়ে ট্যুইট সীতারাম ইয়েচুরির । বৃহস্পতিবার সকালেই হারিয়েছেন বড় ছেলেকে। করোনা কেড়ে নিয়েছে তরতাজা যুবকের প্রাণ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও ট্যুইট করে জানিয়েছেন সেই শোক সংবাদ।
গভীর ব্যক্তিগত শোকের মাঝেও ছেলেকে সুস্থ করার লড়াই চালানো চিকিৎসক, নার্সদের কৃতজ্ঞতা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। পাশাপাশি সমস্ত সামনের সারির করোনা যোদ্ধা, সাফাইকর্মীদেরও বর্তমান কঠিন পরিস্থিতির মাঝেও চালিয়ে যাওয়া কঠিন লড়াইয়ের জন্য কুর্নিশ জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক।
আশিস ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, আশিসের এভাবে অকালে চলে যাওয়ায় স্তম্ভিত, ব্যথিত। সীতারাম ইয়েচুরি জি ও ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই।
মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কাঠ... আবার সাজানো হচ্ছে চিতা...পুড়ে যাচ্ছে করোনা আক্রান্তর মৃতদেহ...। কোনও মৃতদেহের সঙ্গে এসেছেন এক-দু’জন আত্মীয়...। এক এক করে শববাহী গাড়ি থেকে দেহ নামানো হচ্ছে... গোটা প্রসেসটা বলেছে। একের পর এক দেহ রাখা হচ্ছে অস্থায়ী মর্গে । সেখান থেকে ইলেকট্রিক চুল্লিতে । চিমনি দিয়ে অনর্গল বেরোচ্ছে মানুষ পোড়া ধোঁয়া...পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের সহনাগরিকরা।
এবার একদিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ লক্ষ! বিশ্বে যা কোনওদিন হয়নি, ভারতের বুকে তাই ঘটল! সেইসঙ্গে পরপর দু’দিন ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি মৃত্যু হল এদেশে। মঙ্গলবার একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন।
বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হন ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন।বৃহস্পতিবার সমস্ত রেকর্ড ভেঙেচুরে, আতঙ্ক, কাঁপুনি আরও বাড়িয়ে সেই সংখ্যাটা পৌঁছে গেল ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫-এ।