কলকাতা : কাল রাজ্যে প্রচারে আসছেন না মোদি। 'করোনা পরিস্থিতি পর্যালোচনায় কাল উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকের কারণেই বাংলা সফর বাতিল’...ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী



করোনা সংকটের জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে। এই কারণ দেখিয়ে আগামীকাল বাংলায় সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকের কথা জানিয়ে আগামীকাল বঙ্গে সভা করছেন না বলে জানালেন মোদি।  টুইটারে তিনি লিখেছেন,  '' করোনা পরিস্থিতি পর্যালোচনাj জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে হবে । সেইজন্য আমি কাল বাংলায় যাচ্ছি না । ''


 


এই প্রথমবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ভোট প্রচারে বাতিল করলেন । করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে বিজেপির সভা করা নিয়ে ক্রমাগত বিরোধীপক্ষের আক্রমণের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে নরেন্দ্র মোদি কে আক্রমণ করেছেন। একের পর এক সভা করার জন্য আগামীকাল মোদির সভায় ভিড় নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধীপক্ষের সদস্যরা ।


 


যদিও বিজেপির তরফে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর সভায় পাঁচশোর বেশি লোক থাকবে না । যেখানে প্রধানমন্ত্রীর সভা হলেই লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, সেখানে পরিকল্পিতভাবে পাঁচশোর মধ্যে রাখা হবে মোট দর্শক সংখ্যা । আগামীকাল পশ্চিমবঙ্গের চারটি সভা হওয়ার কথা ছিল।

শনিবার প্রধানমন্ত্রী মোদি আসানসোলের একটি সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বিশাল জন সমাগত হওয়ায় উচ্ছ্বসিত হন। কিন্তু দেশ ও রাজ্যে ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এই সময়ে দাঁড়িয়ে মোদির সভা বাতিলের সিদ্ধান্ত বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। 

অন্যদিকে আজ ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সময়মতো টিকা না দেওয়ার অভিযোগ করলেন কেন্দ্রের বিরুদ্ধে। ২ তারিখ নতুন সরকার তৈরি হবে, তৃণমূল আদৌ কি ক্ষমতায় থাকবে? যা করার বিজেপি করবে, মমতাকে কটাক্ষ শমীক ভট্টাচার্যর।