নয়া দিল্লি : তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায় দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্ত বেড়ে পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। অর্থাৎ গতকালের তুলনায় আজ ২ হাজার ৩৬৯ জন বেশি আক্রান্ত। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪০২। তারও আগের দিন এই সংখ্যাটা ছিল ৩১৫ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন ; চিরকাল থাকতে পারে না, শীঘ্রই শেষ হবে অতিমারী ; বলছেন আমেরিকার ভাইরোলজিস্ট
এদিকে দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) সামান্য কমে হল ১৬.২৮ শতাংশ। গতকাল এই সংখ্যাটা ছিল ৩১৫ জন। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৪৩। গতকাল এই সংখ্য়াটা ছিল ৬ হাজার ৪১ জন। শুক্রবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৭০২ জন। গতকালের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল ২৮.১৭ শতাংশ।
এদিকে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, ওয়াশিংটন থেকে আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানী ও ভাইরোলজিস্ট কুতুব মেহমুদ। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, ভ্যাকসিনেশনই সবথেকে শক্তিশালী অস্ত্র। চিরকাল এই অতিমারী থাকতে পারে না। খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমি বলব, দাবার এই খেলায় কেউ জয়ী নয়। এটা ড্র হতে চলেছে। ভাইরাস লুকিয়ে পড়বে এবং আমরা প্রকৃত জয়ী হব।