নয়া দিল্লি : উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। নতুন এই ভ্যারিয়েন্টে এবার আক্রান্ত হল ৩ বছরের এক শিশু। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। এদিকে এপর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। 


তিনি বলেন, গত ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র দুটি দেশে ওমিক্রন সংক্রমণের কথা জানা গিয়েছিল। কিন্তু, এখন বিশ্বের ৫৯টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এই ৫৯টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৯৩৬। । এর পাশাপাশি সম্ভাব্য কেস রয়েছে ৭৮,০৫৪।


এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে দিন দিন মাস্ক পরার প্রবণতা কমছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে বলে জানান নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, ভ্যাকসিন ও মাস্ক- দুই-ই গুরুত্বপূর্ণ। বিশ্বের সার্বিক পরিস্থিতি থেকে আমাদের শেখা উচিত। মাস্কের ব্যবহার কমে যাওয়া নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের পরিস্থিতিও উদ্বেগজনক। কাজেই এই সময়ে মাস্ক সরানো উচিত নয়। এই ভ্যারিয়েন্টের জেরে বিশাল ঢেউ এসেছে ইংল্যান্ড ও ফ্রান্সে। এই ভাইরাসের জেরে যে অতিমারী শুরু হয়েছে তা পুরোপুরিই বিস্ময় এবং অপ্রত্যাশিত বিষয়ে পূর্ণ। 


এই পরিস্থিতিতে জানা গেছে, কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরের (Singapore) দুই বাসিন্দা। বৃহস্পতিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ২৪ বছর বয়সি এক মহিলা যিনি বিমানবন্দরে কর্মরত ছিলেন ও ডিসেম্বরে জার্মানি থেকে আসা এক ব্যক্তি- দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পরও কেন আক্রান্ত হলেন ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।


করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকার বুস্টার ডোজ। বুধবারই এমন দাবি করে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে পরীক্ষার পর জানানো হয়েছে, এই টিকার তৃতীয় ডোজটি দেওয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায় ২৫ শতাংশ।