তিরুঅনন্তপুরম(কেরল) : করোনা অতিমারির আবহেই পরীক্ষা কেরলে। আজ, শুক্রবার থেকেই কেরলের স্কুলে ছাত্র-ছাত্রীদের শারীরিক উপস্থিতিতে পরীক্ষা পরিচালনা হচ্ছে। ক্লাস ইলেভেন ও ভোকেশনাল হায়ার সেকেন্ডারির এক লক্ষর বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছে।
কেরলের জেনারেল এডুকেশনের অধিকর্তা জীবন বাবু সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমতি পাওয়ার পর, আমরা ক্লাস ইলেভেন ও ভোকেশনাল হায়ার সেকেন্ডারির ছাত্র-ছাত্রীদের আজ থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু করেছি। ১৮ অক্টোবর শেষ হচ্ছে পরীক্ষা।
সমস্ত কোভিড প্রোটেকল মেনে তিরুঅনন্তপুরমের মানাকৌড়ের গভর্নমেন্ট ভোকেশনাল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের পরীক্ষায় হাজির হতে দেখা গেছে। জেনারেল এডুকেশনের অধিকর্তা বলেছেন, এই পরীক্ষা পরিচালনার জন্য আমরা বিভিন্ন স্তরে বৈঠক করেছি। এর পাশাপাশি কেরলের স্কুলে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আশা করছি, ভালভাবে পরীক্ষা শেষ হয়ে যাবে। সকলের সুস্থতা কামনা করি।
এদিকে শারীরিক উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা হওয়ায় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। ক্লাস ইলেভেনের এক ছাত্রের মা বলেন, আমরা ছেলে পরীক্ষার জন্য ভাল প্রস্তুতি নিয়েছে। গত বছর আমার মেয়েও পরীক্ষায় বসেছিল।
আরও পড়ুন ; কেরলে ১ নভেম্বর থেকে খুলছে স্কুল, কোভিড-বিধি নিয়ে পরিকল্পনা রাজ্যের
প্রসঙ্গত, পয়লা নভেম্বর থেকে কেরলে খুলতে চলেছে স্কুল। এজন্য স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে সম্প্রতি জানান কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি। তিনি সাংবাদিকদের জানান, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে স্কুল খোলার আগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করে ১৫ অক্টোবরের আগে মুখ্যমন্ত্রীর কাছে জমা করা হবে। রাজ্য ও জেলাস্তরে এই বৈঠকে হবে। যেসব স্কুলে ৭ হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে, সেখানে শিফট চালু করা হবে।শিক্ষামন্ত্রী জানান, ছাত্র-ছাত্রীরা স্কুলে পৌঁছলে তাদের মধ্যে শারীরিক দূরত্ব বিধি নিশ্চিত করা হবে, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করা হবে। এর পাশাপাশি যেসব গাড়িতে করে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাতায়াত করা হবে সেখানেও চলবে নজরদারি।