নয়া দিল্লি : করোনাপর্বে একাধিক দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এবার ইরানের পাশে দাঁড়াল। ভারতে তৈরি ১০ লক্ষ কোভ্যাকসিন সেদেশে পাঠাল ভারত সরকার। 'ভ্যাকসিন মৈত্রী' অভিযানে শনিবার এই সাহায্য পাঠানো হয়। ভ্যাকসিনের একটি জাহাজে লেখা ছিল, ভারতের তরফ থেকে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে উপহার।


চলতি বছরের গোড়ার দিকে ইরানকে ১ লক্ষ ২৫ হাজার কোভ্যাকসিন পাঠিয়েছিল ভারত। হায়দরাবাদে অবস্থিত ভারত বায়োটেক সংস্থা এই ভ্যাকসিন উৎপাদন করছে ভারতে। ভ্যাকসিন মৈত্রী প্রোগ্রামে ৮৫টি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। তা সে ডোনেশন হোক বা বাণিজ্যিক কারণে। এ বছর জানুয়ারি মাস থেকে ভ্যাকিসন রফতানি করা শুরু করে মোদি সরকার।  


 




এদিকে উৎসবের মরশুমে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ২১৪ জনের।


দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৪৭৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন।  


এদিকে পুজোয় করোনার সংক্রমণ রুখতে আগেই রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য দফতর। সতর্কবার্তায়  উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে প্রতিমা দর্শনের। স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি যেন অবশ্যই বজায় রাখা হয়। বিরত থাকতে বলা হয়েছে দল বেঁধে সিঁদুর খেলা থেকে। বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থদের ভিড় থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বাইরে গেলে মাস্ক অনিবার্য।