নয়া দিল্লি : লখিমপুর খেরির ঘটনায় প্রধানমন্ত্রীকে একহাত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর। বললেন, উনি রাজ্যের উন্নয়ন খতিয়ে দেখতে লখনৌ যেতে পারলেন, কিন্তু লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় নিহতদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারলেন না। 


লখিমপুর খেরির ঘটনায় সুর চড়াচ্ছে কংগ্রেস। আজ বারাণসীর 'কিষান ন্যায়' সমাবেশে যোগ দিয়ে প্রিয়ঙ্কা বলেন, "জনগণের ফোরাম থেকে মন্ত্রীকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী লখনৌ এসেছিলেন উত্তরপ্রদেশের পারফরম্যান্স এবং আজাদি কি অমৃত মহোৎসব দেখতে। কিন্তু, উনি লখিমপুর খেরির নিহতদের পরিবারের কষ্ট ভাগ করে নিতেন এলেন না। প্রধানমন্ত্রী আন্দোলনকারী কৃষকদের আন্দোলনজীবী ও জঙ্গি বলেছেন। যোগীজি তাঁদের গুণ্ডা বলেছেন, তাঁদের হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। একই মন্ত্রী(অজয় মিশ্র) বলেছেন, তিনি প্রতিবাদকারী কৃষকদের দুই মিনিটের মধ্যে এক লাইনে ফেলে দেবেন।" রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, এই দেশে দুই ধরনের মানুষ নিরাপদ, ক্ষমতায় থাকা বিজেপি নেতা ও তাঁদের ধনকুবের বন্ধুরা।


গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। যদিও ঘটনার পর তাঁকে পাওয়া না যেতে জারি হয়েছিল নোটিস। 


সুপ্রিম কোর্টের কড়া ভর্ত্‍‍সনার পর লখিমপুরকাণ্ডের ৬ দিন পর, অবশেষে গ্রেফতার আশিস মিশ্র। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেওয়া হলেও, পুলিশের কাছে হাজির হননি মন্ত্রী-পুত্র। শনিবার, সকালে লখিমপুর পুলিশ লাইনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। সূত্রের খবর, মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন খোদ DIG।