নয়াদিল্লি: ছোটদের টিকাকরণে নয়া নির্দেশিকা কেন্দ্রের। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণে (COVID Vaccine for Children) বয়স ঘিরে ধন্দ দেখা দিয়েছিল। তা নিয়ে বৃহস্পতিবার সাফাই দিয়ে কেন্দ্র জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৫ হচ্ছে, তারা সকলেই টিকা পাওয়ার যোগ্য। অর্থাৎ ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে জন্ম সকলকে ১৫ থেকে ১৮ বছরের টিকাকরণের আওতায় ধরতে হবে। 


বৃহস্পতিবার দেশের সব রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে এই নির্দেশিকা জারি করে ন্যাশনাল হেল্‌থ মিশনের (National Health Mission) ডিরেক্টর,  অতিরিক্ত সচিব।  লিখিত বিবৃতিতে সাফ জানানো হয় যে, যে সমস্ত ছেলেমেয়ে ইতিমধ্যেই ১৫-য় পা রেখেছে এবং ২০২৩-এর ১ জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৫ হবে, তাদের সকলকেই টিকা দিতে হবে। 



লিখিত ওই বিবৃতিতে বলা হয়, ‘২০২১ সালের ২৭ এবং ২৮ ডিসেম্বর প্রকাশিত নির্দেশিকায় ২০০৭  এবং তার আগে জন্মানো ছেলেমেয়েরা টিকা পাওয়ার যোগ্য বলে জানানো হয়েছিল। সেই অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৫ হচ্ছে, তাদের সকলকেই টিকা পাওয়ার যোগ্য বলে ধরতে হবে। ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালের জন্মানো সকলকে নিয়ে আসতে হবে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচির আওতায়। কো উইন অ্যাপে এই সংক্রান্ত বিশদ তথ্য দেওয়া রয়েছে।’


আরও পড়ুন: Coronavirus Vaccine: শর্তসাপেক্ষে খোলা বাজারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন বিক্রিতে ছাড়পত্র


এ ছাড়াও, ২০০৪ বা তার আগে জন্মানো সকলকে ১৮ ঊর্ধ্ব টিকা কর্মসূচির আওতায় রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। ১৯৬২ এবং তার আগে যাঁদের জন্ম, সকলকে ৬০ পোরনো নাগরিকদের টিকা কর্মসূচিরক আওতায় ধরার কথা বলা হয়েছে।


নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বছর বয়সিদের প্রথম দফার টিকাকরণ শুরু হয়েছে। একই সঙ্গে বুস্টার বা সতর্কতামূলক টিকা দেওয়া হচ্ছে করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মী এবং কোমর্বিডিটি থাকা ৬০ পেরনো নাগরিকদের।