Omicron : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে ওমিক্রন সংক্রমিতদের, সুরক্ষা ডেল্টা থেকেও; বলছে ICMR-এর গবেষণা

ICMR : ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Continues below advertisement

নয়া দিল্লি : ওমিক্রন কি তাহলে 'শাপে বর ' ? এই ভ্যারিয়েন্টে আক্রান্তের তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যা শুধু ওমিক্রনকেই নয়, সবথেকে জোরাল ডেল্টা ভ্যারিয়েন্টকেও নিষ্ক্রিয় করতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। 

Continues below advertisement

গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টে (B.1.1529 এবং BA.1) সংক্রমিত ব্যক্তির সেরার সঙ্গে B.1, আলফা, বিটা, ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট বিরুদ্ধে গড়ে ওঠা IgG এবং নিরপেক্ষ অ্যান্টিবডি (NAbs) বিশ্লেষণ করে দেখা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওমিক্রনে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিহত করছে। অর্থাৎ বলতে গেলে, ডেল্টা ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমণের সম্ভাবনা কম করে। এই পরিস্থিতিতে ওমিক্রন-নির্দিষ্ট ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি।

এই অবস্থায় ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকার (Pfizer-BioNTech Vaccine Trial)পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হয়ে গেছে আমেরিকায়। আমেরিকার সংস্থা ফাইজার (Pfizer) এবং জার্মানির বায়োএনটেক (BioNtech) মিলে তার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু করে দিয়েছে। বিশেষ ভাবে ওমিক্রন (COVID Variant Omicron) প্রতিরোধের লক্ষ্যেই নতুন টিকার ট্রায়াল শুরু হতে চলেছে। ১৮ ছেকে ৫৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের নিয়ে আপাতত এই পরীক্ষা চলবে। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, পরীক্ষা ঠিকঠাক এগোলে এ বছর মার্চেই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে অ্যামেরিকার ওষুধ প্রস্তুতকারক ও বায়োটেকনোলজি সংস্থা মডার্না। এক রিপোর্টে সিএনএন জানিয়েছে, এই ট্রায়ালে যোগ দিচ্ছেন মোট ৬০০ প্রাপ্তবয়স্ক। যা আমেরিকার ২৪টি জায়গায় চলবে। 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola