ময়ূরভঞ্জ ( ওড়িশা) : দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় স্কুল খুলেছে বিভিন্ন রাজ্যে। এই পরিস্থিতিতে সংক্রমণের একটা আশঙ্কা রয়েই গেছে। সেই আশঙ্কাই এবার সত্যি হল ! ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি সরকারি স্কুলে করোনায় আক্রান্ত ২৫ জন ছাত্রী। 


তবে এই ছাত্রীরা সকলেই সুস্থ আছে। সংবাদ সংস্থা এএআই-কে একথা জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রূপবানু মিশ্র। তাঁর সংযোজন, আদিবাসী ছাত্রদের জন্য বরাদ্দের রেসিডেন্সিয়াল স্কুলে তাদের আপাতত রাখা হয়েছে। 


চিকিৎসম মিশ্র বলেন, গত দুই দিন ধরে ঠান্ডা লাগা, জ্বর ও কাশির সমস্যা হচ্ছিল এই ছাত্রীদের। তাই আমরা করোনা পরীক্ষা করিয়েছিলাম। তার মধ্যে ২২ জনকে সংক্রমিত পাওয়া যায়। পরে আরও কয়েকজনকে পজিটিভ পাওয়া যায়। 


তিনি আরও জানান, গতকাল কয়েকজন ছাত্রী রেসিডেন্সিয়াল স্কুলে এসেছিল। আমাদের ধারণা, তারাও সংক্রমণ নিয়ে এসেছে। আমাদের মেডিক্যাল টিম অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত রয়েছে। ছাত্রদের নিয়মিত পরীক্ষা করেছেন চিকিৎসক অনিতা সিংহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 


এদিকে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে! নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক, উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হু। প্রচলিত RT-PCR পদ্ধতিতে নতুন ভাইরাস ধরা না পড়ার সম্ভাবনা প্রবল, আশঙ্কায় চিকিত্সকরা। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।


এক করোনায় রক্ষে নেই, তার ওপর বার বার চরিত্র বদলাচ্ছে প্রজাতি। আতঙ্কের নাম ‘ওমিক্রন’। ভাইরোলজির পরিভাষায় B.1.1.529।  করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং, ইজরায়েল, ব্রিটেনে মিলেছে এই ভাইরাসের নতুন প্রজাতির হদিশ। যাকে ‘ওমিক্রন’ নামে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 


উদ্বেগ প্রকাশ করে WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পুনম ক্ষেত্রপাল সিংহ জানিয়েছেন, নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। সংক্রমণ রুখতে সতর্ক থাকতে হবে সব দেশকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৫০ বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে এই ভাইরাস। যার মধ্যে ৩২ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র।