নয়াদিল্লি : দেশবাসীর সুবিধার্থে কোউইন পোর্টালে এবার বাংলা, হিন্দি সহ ১৫ টি আঞ্চলিক ভাষা যুক্ত হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে ইংরেজি ছাড়াও যে আঞ্চলিক ভাষাগুলি কোউইন অ্যাপে যুক্ত হবে বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি কোভিডের প্রকারভেদ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য নতুন করে আরও ১৭টি ল্যাবটেটরিকে ইনসাকগ নেটওয়ার্কে সামিল করা হবে বলেই জানানো হয়েছে। বিরোধীদের অবশ্য দাবি, ভাষা সংযুক্তি ও নতুন ল্যাবরেটরি সংযোজনের পাশাপাশি কেন্দ্র দেশবাসীর ভ্যাকসিন-ভোগান্তি কবে কমবে সেই নিয়েও কোনও তথ্য জানালে ভালো হত।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে উচ্চপর্যায়ের গ্রুপ অফ মিনিস্টাররা সোমবার বৈঠকে বসেছিলেন। যেখানেই স্থির হয়েছে ১৭টি নতুন ল্যাবরেটরি সংযোজনের কথা। এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রান্তে ১০টি এমন ল্যাব রয়েছে যারা কোভিডের বিভিন্ন প্রকারভেদ নিয়ে গবেষণামূলক কাজকর্ম করে। সেই প্রক্রিয়াকেই আরও ত্বরান্বিত করতে যুক্ত হচ্ছে আরও ১৭টি ল্যাবটেরটি যুক্ত হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
উচ্চপর্যায়ের বৈঠকের পর দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, 'গত ২৬ দিনের মধ্যে এই প্রথমবার দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের নীচে নেমে এসেছে। ২৪ ঘণ্টা ব্যবধানে অ্যাকটিক কেসলোড কমেছে ১ লক্ষ ১ হাজার ৪৬১টি।' পাশাপাশি ডিআরডিও-র ইনমাস ও ডক্টর রেড্ডিস ল্যাবটেরসিজের সাহায্যে তৈরি করা কোভিডের ওষুধ ২-ডক্সি-ডি-গ্লুকোজেরও প্রশংসা করেছেন তিনি।
কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে কেন্দ্রের তরফে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এখনও পর্যন্ত ৪.২২ কোটি এন৯৫ মাস্ক, ১.৭৬ কোটি পিপিই কিট, ৫২.৬৪ লক্ষ রেডডিসিভির ইঞ্জেকশন ও ৪৫ হাজার ৬৬টি ভেন্টিলেটর দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
যারপরই তিনি ভ্যাকসিন-ভোগান্তি কমানোর লক্ষ্যে কোউইন অ্যাপে মডিফিকেশনের কথাও জানান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, আগামী সপ্তাহ থেকে হিন্দি সহ ১৪টি আঞ্চলিক ভাষায় রেজিস্ট্রেশন করা যাবে কোউইন অ্যাপে। যার মধ্যে রয়েছে বাংলাও।