নয়াদিল্লি: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী (Crude Oil)। এই মুহূর্তে ব্যারেল প্রতি তেলের দাম ১২২ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায়  ৯ হাজার ৪৭৫ টাকা। রুশ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (Ban Russia)। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর চাপ বাড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তাতেই গত দু'মাসে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চে গিয়ে ঠেকেছে। গবিশ্বের সর্বত্র তার প্রভাব পড়বে বলে আশঙ্কার করা হচ্ছে। ফলে ভারতেও তেলের দাম (Petrol Diesel Price) বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের (European Union)। 


আন্তর্জাতিক বাজারে দাম বাড়ল অপরিশোধিত তেলের


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ১২৮ মার্কিন ডলারের কাছাকাছি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রবিবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১২২.৭৮ ডলার। একই সঙ্গে ১২ পয়সা কমে ভারতীয় মুদ্রায় আজ এক মার্কিন ডলারের মূল্য ৭৭.৬৬ টাকা হয়েছে। তাতে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে বলে মনে করা হচ্ছে। জ্বালানির জন্য এই মুহূর্তে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ চাইছে শ্রীলঙ্কা। তাই সব মিলিয়ে এবার ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে আমদানি করা ৭৫ শতাংশ তেলে কোপ পড়তে চলেছে। তবে সম্প্রতি বিপুল ছাড়ে রাশিয়ার থেকে তেল কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। তার পর থেকে এপ্রিল মাসে রাসিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেলের আমদানি ৪৮ লক্ষ ব্য়ারেল ছাড়িয়ে যায়। ২০২১ এবং ২০২২-এর শুরুতে যেখানে রাশিয়া থেকে আমদানি করা তেলের পরিমাণ ১ শতাংশ ছিল, সেখানে তা বেড়ে ৫ শতাংশ হয়েছে। 


আরও পড়ুন: PM Kisan: আজ পাবেন ২০০০ টাকা, ১০ কোটি অ্যাকাউন্টে আসবে ২১,০০০ কোটি টাকা


লাগাতার মূল্য়বৃদ্ধির পর চলতি মাসেই পেট্রোল-ডিজেলের উপর শুল্ক  কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। প্রতি লিটার পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে প্রতি লিটার পেট্রোলে সাড়ে ৯ টাকা এবং ডিজেলে ৭ টাকা দাম কমেছে বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


রাশিয়ার উপর নিষেধাজ্ঞা


সাধারণ মানুষকে রেহাই দিতে বাংলা-সহ অন্য রাজ্যগুলিকেও শুল্ক কমানোর আর্জি জানায় কেন্দ্র। কিন্তু তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও বিরোধীদের অভিযোগ, ৪০-৪৫ টাকা বাড়িয়ে ৪-৫টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্র। জনগণের চোখে ধুলো দিচ্আছে তারা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে আড়াল থেকে থেকে সুবিধা দেওয়ায়, তাদের পক্ষে শুল্ক কম করা বড় কথা না হলেও, অন্য রাজ্যগুলির পক্ষে তা সম্ভব নয় বলে জানায়।