নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল বুধবার পরিবহন বিভাগের একটি নয়া পরিষেবা চালু করলেন। রাজধানীর জনগণ যাতে অনলাইনেই বেশ কিছু পরিবহন পরিষেবা উপভোগ করতে পারে। শুধু তাই নয় কেজরিবাল পরিবহণ দফতরের একটি অফিসের গেটে একটি তালা লাগিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই তিনি জানিয়ে দেন যে লোকেরা এখন তাদের এই কাজ অনলাইনেই করতে পারবে।
এই পরিষেবা উদবোধন করে কেজরিবাল একটি টুইটও করেন হিন্দিতে। সেখানে তিনি লেখেন, “পরিবহন দফতরের এই অফিসে তালা ঝুলিয়ে ফেসলেস পরিষেবা শুরু হচ্ছে। এখন আরটিও অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকার নেই। লার্নিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এভাবেই অনলাইনে পাওয়া যাবে। আপনি এখন বাড়িতে বসে পরিবহন দফতর সম্পর্কিত সমস্ত কাজ অনলাইনে করতে পারবেন।”
এই উদ্যোগের সূচনা করার আগে, আম আদমি প্রধান বলেছিলেন যে এটি একবিংশ শতাব্দীতে ভারতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন পরিবহন সম্পর্কিত সমস্ত পরিষেবা এখন পরিবহন অফিসে না গিয়েও করা যাবে। মধ্যস্ততাকারীদের ঝামেলাতেও পড়তে হবে না সাধারণ মানুষকে।
কেজরিবালের কথায়, "২০১৫ সালের আগে যখন মানুষ পরিবহন দফতর সম্পর্কিত কোনো কাজ করতে হত। তখন খুব টেনশনে থাকতে হত।" কেজরিবাল বলেন, আম আদমি পার্টি (এএপি) সরকারের এই উদ্যোগ মানুষকে মধ্যস্বত্বভোগী, ঘুষ থেকে মুক্তি দিতে সাহায্য করবে। লম্বা লাইনেও আর অপেক্ষা করতে হবে না।
এর আগে বলা হয়েছে দিল্লি পরিবহণ নিগমের পক্ষ থেকে একটি যোজনার মাধ্যমে এবার বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স তৈরি করা যাবে ৷ ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করতে এবার আর আরটিওতে যাওয়ার প্রয়োজন নেই ৷ ১১ অগাস্ট (থেকেই এই প্রকল্প শুরুর কথা জানান হয়েছিল৷ সেই মতোই এই দিন এই প্রকল্পের সূচনা করেন কেজরিবাল।
পরিবহন বিভাগের ফেসহীন পরিষেবার অধীনে রয়েছে দিল্লির মোটর লাইসেন্সিং পরিষেবাও। এবার এমএলও-তে না গিয়ে তাদের বাড়ি থেকে অনলাইনে শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো পরিবহন-সংক্রান্ত বিভিন্ন নথি আবেদন করতে এবং পাওয়া যাবে।