নয়াদিল্লি : ভয়াবহ আকারে বাড়ছে করোনা । আতঙ্কের চরমে রাজধানী দিল্লি । পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় দিল্লিতে ২৪000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন । করোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, হঠাৎ করে করোনার সংক্রমণ তীব্র গতিতে বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট । ঘাটতি পড়েছে রেমডেসিভির এর যোগানের। 


২৪ ঘন্টায় ২৪ হাজার নতুন করে করোনা আক্রান্ত নয়াদিল্লিতে । এই পরিসংখ্যান নিঃসন্দেহে শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিয়েছে । শনিবার এই পরিসংখ্যান দিয়ে দিল্লিবাসীকে চরম সর্তকতা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি জানিয়েছেন যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালের বেডে ঘাটতি পড়ছে । ঘাটতি পড়ছে প্রাণ দায়ক ওষুধেও । শনিবার সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন , '' পরিস্থিতি অত্যন্ত গভীর এবং দুশ্চিন্তার। ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল কিন্তু যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। ''


কেজরীবাল আরও বলেন, '' স্বাস্থ্য পরিকাঠামোর একটি সীমাবদ্ধতা আছে, সরকার সাধ্যমত চেষ্টা করতে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর। আশা করছি দু'চারদিনের মধ্যে নতুন ৬ হাজার বেডের ব্যবস্থা করা যাবে ''


 সূত্রের খবর করোনায় মৃত রোগীদের কবর দেওয়ার জায়গা কম পড়ছে। দাহকাজ সম্পন্ন করার জন্য দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। সারা দেশে এখনও পর্যন্ত ১২ কোটি মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন । কিন্তু গত কয়েক সপ্তাহে বিভিন্ন রাজ্য থেকে আরও ভ্যাকসিনের প্রয়োজন বলে কেন্দ্রকে জানানো হয়েছে।


এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ সন্ধ্যা আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বসবেন । দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে পারে সরকার তাই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা । সেইসঙ্গে দেশজুড়ে করোনার ভ্যাকসিন কীভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাই নিয়েও আলোচনা হবে।