পটনা : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব। আজ ঝাড়খণ্ড হাইকোর্ট বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে। দুমকা ট্রেজারি মামলায় ৩ কোটি ১৩ লাখ টাকা অবৈধভাবে সরিয়ে নেওয়ার দায়ে জেল খাটছিলেন আরজেডি নেতা। গবাদি পশুর খাদ্যের জন্য বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগে পৃথক চারটি মামলা চলছে লালুপ্রসাদের বিরুদ্ধে। এর মধ্যে আগেই তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার বাকি একটিতেও জামিন মেলায় বাড়ি ফিরতে পারবেন অসুস্থ লালু। এই মুহূর্তে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গতবছর অক্টোবর মাসে চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেয়েছিলেন লালুপ্রসাদ। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে লালুপ্রসাদ যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় ঘটে দুমকা ট্রেজারি কেলেঙ্কারি। বিহার পশুপালন দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধে দুমকা ট্রেজারি থেকে অর্থ তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলায় আজ জামিন পেয়েছেন লালুপ্রসাদ। যদিও ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিং জানিয়েছেন, অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না আরজেডি নেতা। জামিনে থাকাকালীন ঠিকানা এবং মোবাইল নম্বরও পাল্টাতে পারবেন না। ২০১৭ সালের ডিসেম্বর মাসে জেলবন্দি হওয়ার পর থেকে অধিকাংশ সময়টাই অসুস্থতার কারণে ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ বছরের এই রাজনীতিক। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জানুয়ারি মাসে তাঁকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লালুপ্রসাদের অনুপস্থিতিতে আরজেডি-র ব্যাটন সামলাচ্ছেন পুত্র তেজস্বী যাদব। তেজস্বীর নেতৃত্বে দল বিহারে গত বিধানসভা নির্বাচনে ভালো ফলও করেছে। প্রসঙ্গত, গত ৪০ বছরে এই প্রথমবার রাজ্যে নির্বাচনী প্রচারপর্বে অনুপস্থিত ছিলেন লালুপ্রসাদ।
Fodder Scam Case : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ
ABP Ananda web desk | 17 Apr 2021 04:59 PM (IST)
গবাদি পশুর খাদ্যের জন্য বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগে পৃথক চারটি মামলা চলছে লালুপ্রসাদের বিরুদ্ধে। এর মধ্যে আগেই তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ