নয়াদিল্লি: ভোররাতে দিল্লিতে ভয়াবহ আগুন।  দিল্লির (Delhi) করোলবাগে জুতোর মার্কেটে আগুন লাগে। রবিবার ভোর সোয়া ৪টে নাগাদ করোলবাগের (Karol Bagh) গফ্ফর মার্কেটে আগুনের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের (Fire Engine) ৩৯টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন (Fire) নিয়ন্ত্রণে এসেছে।


এলাকায় আতঙ্ক:
আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ওই এলাকায় ঘন বসতিপূর্ণ। দিনের ব্যস্ত সময় আগুন লাগলে আরও বিপদ হতে পারত। ভোররাতে আগুন লাগায় প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছেন অনেকে। দমকলের তরফে জানানো হয়েছে বাজারের মধ্যে কেউ আটকে নেই। 





আগুন লাগার খবর পেয়েই খবর যায় দমকল বাহিনীর কাছে। সঙ্গে সঙ্গে একের পর এক ইঞ্জিন এসে পৌঁছয় দিল্লির করোলবাগের ওই বাজারে। দ্রুতল আগুন নেভানোর কাজ শুরু হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় মেলে সাফল্য। ধীরে ধীরে অনেকটাই আয়ত্ত্বে আনা গিয়েছে করোলবাগের বাজারের আগুন।  

কী কারণে আগুন:
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে আগুন লেগেছে তার তদন্ত করছেন দমকল আধিকারিকরা। এলাকায় পুলিশের বড় বাহিনী রয়েছে। 


আরও পড়ুন: ১২ ঘণ্টা চাকরি থেকে সপ্তাহে ৪ দিন কাজ ! ১ জুলাই থেকে নতুন নিয়ম ?