নয়াদিল্লি : দিল্লির (Delhi) মুন্দকা মেট্রো স্টেশনের (Mundka Metro Station) কাছে ভয়াবহ আগুন। মুন্দকা স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লাগে। এখনও পর্যন্ত ঝলসে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার হয়েছে। আহত বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৫০ থেকে ৬০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন নেভানোর চেষ্টায় দমকলের ( fire tenders) ২৫টি ইঞ্জিন। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)।


কখন কীভাবে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড


সংবাদ সংস্থা সূত্রে খবর, বিকেল পৌনে পাঁচটা নাগাদ এই ভয়াবহ আগুন লাগে। মুন্দকা মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের পাশের বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বিল্ডিংটির দু'টি তলা। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক ইঞ্জিন। যদিও প্রবল আগুনের গ্রাসে দীর্ঘক্ষণ ধরে চালাতে হয় গোটা প্রক্রিয়া। আর সেই সময়ের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক প্রাণহানি হয়।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিল্ডিংটি মূলত বসতবাড়ি। যেখানে কিছু অফিসকে ভাড়া দেওয়া হয়। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও বোঝা যায়নি। বাড়িটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


তবে আগুনের গ্রাসে অনেকগুলি প্রাণহানি হয়েছে বলেই জানা যাচ্ছে। দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয় গাঁধী হাসপাতালে চিকিৎসাধীন।


শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির


দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দিল্লির মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃতদের খবরে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি।'






শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, 'মুন্দকা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।'