নয়াদিল্লি : দিল্লি সরকার প্রায় এক মাস আগে এর একটি নিয়ম জারি করে, মহারাষ্ট্রের থেকে আসা সমস্ত যাত্রীদের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ শংসাপত্র জমা করতে হবে। এবার এই কাজে ব্যর্থ হওয়ার জন্য চার-চারটি বিমান সংস্থার বিরুদ্ধে এফআইআর করল দিল্লি সরকার। IndiGo, Vistara, SpiceJet,  AirAsia -এই চারটি বিমান সংস্থা মহারাষ্ট্র থেকে আসা সমস্ত যাত্রীদের দিল্লিতে ঢোকার আগে আরটিপিসিআর রিপোর্ট পরীক্ষা করাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ দিল্লি সরকারের। 



দিল্লি সরকারের নির্দেশিকা অনুসারে, মহারাষ্ট্র থেকে আসা বিমান যাত্রীদের দিল্লি প্রবেশ করার আগে বিমানবন্দরে rt-pcr রিপোর্ট জমা করতে হবে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং পরীক্ষাটি নির্দিষ্ট দিনের ৭২ ঘণ্টার মধ্যেই করিয়ে থাকতে হবে । যেসব যাত্রীদের কাছে রিপোর্ট নেই তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ।


 


এরমধ্যে বিভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীদের টেস্টিং করানোর নির্দেশ দেওয়া হয়েছে । যেসব রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ সেখান থেকে আসা বিমানযাত্রীদের এয়ারপোর্টে random টেস্টিং করা হচ্ছে > যাদের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে, তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।  সেই সঙ্গে দিল্লিতে বিমান বন্দরে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা রয়েছে।


মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল শনিবার জানান, দিল্লিতে গত ২৪ ঘন্টায় ২৪000 করোনার সংক্রমণ ঘটেছে নতুন করে । শনিবার রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৪৩৭৫ জন ।


এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লি সরকার দুটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধেও এফআইআর করেছে। অভিযোগ,  হাসপাতালগুলি করোনা রোগীদের জন্য অ্যাভেলেবল বেডের সংখ্যা ভুল তথ্য পেশ করেছিল ।


শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবাল বলেন,  রাজধানীতে করোনা পরিস্থিতি খুবই খারাপ। যদি কোনও হাসপাতাল কোন মিথ্যা তথ্য পেশ করে কিংবা দিল্লি সরকারের অ্যাপে ওই হাসপাতালে বেড অ্যাভেলেবল দেখানো সত্ত্বেও যদি  রোগী ফিরিয়ে দেয় , তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।