নয়াদিল্লি: উষ্ণতা বৃদ্ধিতে বুধবারই নয়া ইতিহাস তৈরি করেছে দিল্লি। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ৫২ ডিগ্রি টপকে গেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে দেখা দিয়েছে জলের অভাবও (Delhi Water Crisis)। এই পরিস্থিতির মোকাবিলা করতে অযথা জল নষ্ট করার জন্য মোটা জরিমানা (Waste Water Face Penalty) নেওয়া সিদ্ধান্ত নিল দিল্লির আপ সরকার। বুধবার অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রিসভার সদস্য অতিশী দিল্লি জল বোর্ডের (Delhi Jal Board) সিইওকে নির্দেশ দিয়েছেন, জলের অপচয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ২০০টি দল গঠন করতে হবে। যারা খতিয়ে দেখবে কেউ গাড়ি ধোয়ার জন্য জল ব্যবহার করছে না কারও বাড়ির ট্যাঙ্ক উপচে জল পড়ছে সহ বিভিন্ন উপায়ে জলের অপচয় হচ্ছে কিনা। যদি এই সমস্ত কারণে জলের অপচয় হয় তাহলে ২ হাজার টাকা জরিমানা করার নির্দেশও দিয়েছেন তিনি।
অপ্রত্যাশিত তাপপ্রবাহ ও জলের অভাব দেখা দিয়েছে ভারতের রাজধানীতে। জটিল এই পরিস্থিতির মোকাবিলার করার জন্য ২০০টি দল গঠন করে শহরজুড়ে তল্লাশি চালানোর জন্য দিল্লি জল বোর্ডের সিইওকে নির্দেশ দিয়েছেন জল দফতরের মন্ত্রী অতিশী। বৃহস্পতিবার অর্থাৎ ৩০ মে থেকেই এই নিয়ম দিল্লিজুড়ে কার্যকর করার কথা বলেছেন তিনি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা জল অপচয় করবে তাদের থেকে ২০০০ টাকা জরিমানা আদায় করতে হবে। সেই সঙ্গে কনস্ট্রাকশন সাইট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যদি বেআইনি ভাবে জলের সংযোগ নিয়ে থাকে সেগুলি বিচ্ছিন্ন করার পাশাপাশি তাদের থেকে জরিমানা আদায় করতে হবে।
দিল্লি শহরে অযথা প্রচুর জল অপচয় করা হচ্ছে বলে খবর পায় সরকার। আরও জানতে পারে শহরজুড়ে জলের অভাব দেখা দেওয়ার মূল কারণ হল, বেআইনি ভাবে জলের সংযোগ নেওয়া এবং বাড়ির জন্য জলের সংযোগ নিয়ে তা ব্যবসায়িক প্রয়োজনে অপব্যবহার করা। এরপরই অতিশী পরিষ্কার জানিয়ে দেন, "এই পরিস্থিতিতে জলের সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।"
দিল্লি জল বোর্ডের তৈরি ২০০টি দল মূলত তিনটি বিষয়ে নজরদারি চালাবে। প্রথমত, পাইপ দিয়ে গাড়ি ধোয়া হচ্ছে কিনা। জল বোর্ডের মতে, গাড়ি ধোয়ার কাজে পাইপের ব্যবহার জলের অতিরিক্ত অপচয় করে। গাড়ির মালিকদের জল বাঁচানোর জন্য বালতি ব্যবহারের পরামর্শ দেওয়া হবে।
দ্বিতীয়ত, ট্যাঙ্ক থেকে জল উপচে পড়ছে কিনা। অনেক বাড়ি ও প্রতিষ্ঠান তাদের জলের ট্যাঙ্কের ঠিকঠাক নজরদারি করে না। পাম্প চালিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এর ফলে অতিরিক্ত জল ট্যাঙ্ক থেকে উপচে পড়ে নষ্ট হয়। জল বোর্ডের তৈরি দলগুলি শহরে ঘুরে ঘুরে এই ধরনের ঘটনা আটকে এবং যারা এর জন্য দায়ী তাদের জরিমানা করবে।
তৃতীয়ত, বেআইনি ভাবে জলের সংযোগ নেওয়া হলে সেগুলি বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে জরিমানাও করা হবে। অনেক ক্ষেত্রেই অভিযোগ আসছে যে বাড়ির জন্য জলের সংযোগ নিয়ে তা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।