নয়াদিল্লি : করোনা সংক্রমণ রুখতে দিল্লিতে জারি সপ্তাহশেষের কার্ফু। সকাল থেকেই শুনশান রাস্তাঘাট, বন্ধ রয়েছে দোকান-পাট। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। ফাঁকা লাজপত নগর বাজার। লোকজন নেই জনপথ মার্কেটেও। চালু রয়েছে অত্যাবশকীয় পরিষেবা। দিল্লিতে করোনার (Coronavirus) পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি হয়ে যাওয়ার পরের দিনই দিল্লি ( Delhi Weekend Curfew) বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সপ্তাহান্তে কার্ফু জারি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে জারি করা হয়েছে সপ্তাহান্তে কার্ফু বা উইকএন্ত কার্ফু। শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর ৫ টা অবধি লাগু থাকবে কার্ফু। দিল্লিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজধানীতে লক্ষণীয় হারে বাড়ছে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে উইকএন্ড কার্ফু জারি করে প্রশাসন ।
শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত কার্ফু বলবৎ থাকবে।
অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যতীত, অন্য কোনও উদ্দেশ্যে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না।
যারা বাইরে যাবেন তাদের সরকার কর্তৃক জারি করা ই-পাস বা বৈধ পরিচয়পত্র তৈরি করতে হবে। www.delhi.gov.in-এ সপ্তাহান্তে কারফিউ এবং সপ্তাহের দিনগুলিতে রাতের কার্ফু-এর জন্য ই-পাসের জন্য লোকেরা আবেদন করতে পারে।
বেসরকারি অফিসে মাত্র ৫০ শতাংশ কর্মচারীকে কাজ করার অনুমতি।
অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া, সমস্ত সরকারি কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন।
বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে আসা বা যাওয়া ব্যক্তিদের বৈধ টিকিট তৈরিতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
মেট্রো পরিষেবা চালু থাকবে তবে ২০ অন্তর।
রেল, বাস বা বিমান ভ্রমণে চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকবে না।
হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, পুলিশ, অগ্নিনির্বাপক কর্মী এবং জরুরি পরিষেবাগুলি স্বাভাবিকভাবে চলতে থাকবে
আরও পড়ুন :
প্রথম, দ্বিতীয়র থেকে, করোনার তৃতীয় ঢেউয়ে বদলে গেছে অনেক উপসর্গ, কী কী
- খাদ্য, শাক-সবজি ইত্যাদির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিক্রি ব্যাহত হবে না।
- রেস্তোরাঁ বন্ধ থাকবে তবে হোম ডেলিভারির অনুমতি দেওয়া হবে।
- ই-কমার্স সেক্টরে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রের হোম ডেলিভারির অনুমতি দেওয়া হবে।
- গর্ভবতী মহিলা এবং রোগীরা চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছেন, পরিচারিকা সহ, বৈধ পরিচয়পত্র এবং ডাক্তারের প্রেসক্রিপশন তৈরিতে ছাড় দেওয়া হবে।
- আমন্ত্রণ কার্ডের একটি সফট বা হার্ড কপি থাকলে ২০ জন পর্যন্ত বিবাহ-সম্পর্কিত জমায়েতের জন্য অনুমতি দেওয়া হবে।
- বৈধ প্রবেশপত্র তৈরি করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার অনুমতিও দেওয়া হবে শিক্ষার্থীদের