নয়াদিল্লি : আবার রাজধানী দিল্লিতে নারী নির্যাতনের ঘটনা। সিসিটিভি ক্যামেরায় ( CCTV camera) ধরা পড়েছে সেই দৃশ্য। দেখা যাচ্ছে, এক ব্যক্তি মহিলাকে বেধড়ক মারছেন। দিল্লি পশ্চিম বিহারে (Delhi's Paschim Vihar) এই ঘটনা ঘটেছে এক্কেবারে জনসমক্ষে। সিসি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে ছবিটা। আবাসিকদের অ্যাসোসিয়েশনের (  Residents’ Welfare Association - RWA)  দিল্লি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে । অভিযুক্তের কঠিন শাস্তি চান ওই মহিলা।  DCW ( Delhi Commission for Women 0) প্রধান স্বাতী মালিওয়াল ( Swati Maliwal ) শুক্রবার এই ভিডিও শেয়ার করেন। তখনই এই ভয়ঙ্কর ছবি সামনে আসে। দিল্লি পুলিশকে ( Delhi police) ঘটনাটি জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আবেদন করেন।  এফআইআর করা হয়েছে।






 


স্বাতী মালিওয়াল ট্যুইটে লেখেন , "পশ্চিম বিহারের আরডব্লিউএ আমার সঙ্গে দেখা করেছেন এবং একজন মহিলাকে এক পুরুষ নির্মমভাবে মারধর করার একটি ভিডিও দেখিয়েছে। ... আমি দিল্লি পুলিশকে একটি নোটিশ দিয়েছি। আমরা এফআইআর নিতে আর্জি জানিয়েছি এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ... পুলিশকে অবশ্যই মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে,” 

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক মহিলাকে লাঠি দিয়ে মারধর করছেন এক ব্যক্তি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শত শত মানুষ শেয়ার ও রিটুইট করেছেন।