নয়াদিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ (Covid-19) কমল, পাশাপাশি অনেকটাই কমল দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৪ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৫৭।  


দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭  জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৮৯ শতাংশ।  






পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৭ লক্ষ ৯৮ হাজার ৩৪৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৭৭ লক্ষ ৭১ হাজার ৭৪৮।


গতকাল দেশে করোনা গ্রাফে খানিক স্বস্তি মিলেছিল। গতকালের হিসেবে ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় সংক্রমণ (covid 19 coronavirus cases) কমেছিল। স্বস্তি দিয়ে অনেকটাই কমেছিল দৈনিক মৃত্যুর সংখ্যাও। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৮৪ জন।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৮৯ শতাংশ।