নয়াদিল্লি: ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে এই প্রথম কেউ ভারতের রাষ্ট্রপতির পদে বসলেন। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পরেই বেশ কয়েকটি নজির তৈরি করেছেন দ্রৌপদী মুর্মু। সেগুলি কী কী?


প্রথম কোনও আদিবাসী সমাজের নাগরিক যিনি ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন। সবচেয়ে কমবয়সে ভারতের রাষ্ট্রপতির (President) পদে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু। প্রতিভা পাটিলের পরে দ্বিতীয় মহিলা যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন।


অনেক লড়াই:
চৌষট্টি বছর বয়স দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)। ১৯৫৮ সালের ২০ জুন জন্ম হয়েছিল দ্রৌপদী মুর্মুর। ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জের উপরবেদা (Uparbeda) গ্রামে জন্মেছিলেন তিনি। তারপরে ভুবনেশ্বরের একটি কলেজ থেকে স্নাতক হল তিনি। সূত্রের খবর, খুব সাধারণ একটি আদিবাসী পরিবারের জন্ম দ্রৌপদী মুর্মুর। তাঁর গ্রামে তিনিই প্রথম মহিলা, যিনি ভুবনেশ্বরে কলেজে পড়ার জন্য এসেছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ অবধি ওড়িশার সেচ ও বিদ্যুৎ দফতরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন দ্রৌপদী মুর্মু। তারপর ১৯৯৪ থেকে ১৯৯৭ অবধি ছিলেন সাম্মানিক সহকারী শিক্ষক। তারপরে ১৯৯৭ সালে বিজেপিতে যোগ দেন দ্রৌপদী মুর্মু। 


অসীম যন্ত্রণা সয়েও লড়াই:
পরিবারও ছিল তাঁর ধ্যানজ্ঞান। সেখানেও চরম যন্ত্রণা পেয়েছেন দ্রৌপদী মুর্মু। কিছুদিনের ব্যবধানেই তিনি হারান তাঁর দুই পুত্রকে। তার কিছুদিন পরেই মারা যান দ্রৌপদী মুর্মুর স্বামী শ্য়ামচরণ মুর্মুও। সেই দুঃখ ভুলতেই আধ্যাত্মিক জগৎ এবং কাজে ডুবে গিয়েছিলেন তিনি।


একাধিক পদে:
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি রয়েছে রাজ্যপাল হিসেবে কাজ চালানোর অভিজ্ঞতাও। দলীয় পদ থেকে আইনসভা, সেখান থেকে রাজ্যপালের অফিস। সব স্তরেই দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯৭ সালে পুরভোটে জিতে কাউন্সিলর হন দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে রাইরংপুর পুরসভার ভাইস চেয়ারপার্সনের দায়িত্বও পান তিনি। 
২০০০ ও ২০০৪ সালে ওড়িশার রাইরংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু। ওড়িশার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। বিজেপির সাংগঠনিক দায়িত্বও সামলেছেন দ্রৌপদী মুর্মু। ২০০২ থেকে ২০০৯ অবধি বিজেপির আদিবাসী মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। ২০০৬ থেকে ২০০৯ অবধি ওড়িশা বিজেপির আদিবাসী মোর্চার সভানেত্রীর দায়িত্বে ছিলেন।


রাজ্যপালের পদেও:
২০১৫ সালে ঝাড়খন্ডের (Jharkhand) রাজ্যপাল পদে বসেন দ্রৌপদী মুর্মু। ২০২১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। তিনি ঝাড়খন্ডের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন।  


আরও পড়ুন: