নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে (Sonia Gandhi) ইডি (ED)-জিজ্ঞাসাবাদ। সনিয়া গাঁধীকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ। দিল্লিতে পুলিশের সঙ্গে কংগ্রেসের (Congress) নেতা-কর্মীদের ধস্তাধস্তি। মল্লিকার্জুন খাড়গে, শশী তারুর-সহ আটক ৭৫ জন কংগ্রেস সাংসদ। কলকাতা-বেঙ্গালুরুতেও কংগ্রেসের প্রতিবাদ, বিক্ষোভ।
হাসপাতাল থেকে ছাড়া পেতেই ইডির তলব
কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে আগেই বলা হয়েছিল সোনিয়া গাঁধীকে। ন্য়াশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সনিয়াকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তিন দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর ছিলই। তাকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজধানীতে। দিল্লিতে বিক্ষোভ দেখানোর পরিকল্পন ছিল কংগ্রেসের।
উল্লেখ্য, বুধবার সন্ধেয় দিল্লিতে জরুরি বৈঠকে বসেন কংগ্রেস নেতৃত্ব। রাহুলের হাজিরার সময় যেমন বিক্ষোভ দেখানো হয়েছিল, এ বারও তার পুনরাবৃত্তি নিয়ে বিশদ আলোচনা হয় সেখানে। রাতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইটারে লেখেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চালিয়ে যাচ্ছেন মোদি-শাহ। তার বিরুদ্ধে কাল দেশজুড়ে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। সনিয়া গাঁধীর পাশে থাকতে একজোটে বিক্ষোভ দেখাবেন কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা’। এর আগে, রাহুলকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। করোনায় আক্রান্ত হয়ে পড়ার পর হাজিরা দিতে সনিয়া বাড়তি সময় ছিলেন তদন্তকারীদের কাছে।