নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনই ভূমিকম্প(Earthquake)। কেঁপে উঠল হরিয়ানা (Haryana Earthquake)। কম্পন অনুভূত হল রাজধানী দিল্লিতেও (Tremors Felt in Delhi)। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। দিল্লি সংলগ্ন একাধিক এলাকাতেও কম্পন অনভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিশদ তথ্যও মেলেনি এখনও পর্যন্ত। 


নতুন বছরের শুরুতেই ভূমিকম্পে কাঁপল হরিয়ানা


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) জানিয়েছে, রাত ১টা বেজে ১৯ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে, ঝাজ্জরের ১২ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই তাদের কাছেও। কেন্দ্রীয় সরকার হরিয়ানার পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানা গিয়েছে। 



আরও পড়ুন: Financial Rule Change: ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে এই নিয়মগুলি, কী প্রভাব পড়বে আপনার ওপর ?


বর্ষবরণ উপলক্ষ্যে রাতভর মোটামুটি জেগেই ছিলেন দিল্লিবাসী। কম্পন অনুভূত হলে সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরেন তাঁরা। নতুন বছরের শুরুতেই ভূমিকম্প হওয়ায়, তা নিয়ে নানা মিমও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনওটিতে লেখা হয়, 'দিল্লিবাসী, এত নাচানাচিও ভাল নয় যে ভূমিকম্প শুরু হয়'। নতুন বছরের উদ্দেশে কেউ কেউ আবার লেখেন, 'শুরুতেই খেলা দেখানো শুরু হয়ে গেল!'।c




ইদানীং কালে ভূমিকম্পের ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে


এর আগে, গত ১২ নভেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকা। সে বার কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৫.৪ ছিল বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। সে বার সন্ধেয় প্রথমে নেপালে ভূমিকম্প হয়। তার আফটারশক অনুভূত হয় অন্যত্রও। ইদানীং কালে যে ভাবে ভূমিকম্পের ঘটনা বেড়ে চলেছে, তা পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় সরকার।