নয়াদিল্লিঃ ন্যাশন্যাল হেরাল্ড সংক্রান্ত মামলায় সোনিয়াকে ফের তলব করল ইডি (ED summons Congress President Sonia Gandhi )। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চলতি মাসের ২১ জুলাই ন্যাশন্যাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।






আরও পড়ুন, দুঃস্বপ্নের প্রহর কাটেনি, এর মধ্যেই আবার শুরু হল অমরনাথ যাত্রা


ইডি-র দফতরে হাজিরার জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন সোনিয়া গাঁধী। তবে নতুন করে কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ন্যাশন্যাল হেরাল্ড সংক্রান্ত মামলায় প্রথমবার ৯ জুন প্রথমবার সোনিয়া গাঁধীকে তলব করে ইডি। তবে গত আচমকাই কোভিডে আক্রান্ত হওয়ায় গত মাসের ৯ তারিখ ইডির দফতরে হাজিরা দিতে পারেননি সোনিয়া গাঁধী। এরপর ২৩ জুন নতুন করে তলবের দিন ঠিক করা হয়। কিন্তু কোভিডের পর শারীরিক অবস্থা আচমকাই আরও অবনতি হয় সোনিয়া গাঁধীর। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এরপরেই ইডি-র দফতরে হাজিরার জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন তিনি। তবে তার আগেই ফের সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ন্যাশন্যাল হেরাল্ড সংক্রান্ত মামলায় সোনিয়াকে চলতি মাসের ২১ জুলাই ফের তলব করল ইডি। যদিও ২১ জুলাই সোনিয়া গাঁধী ইডি-র দফতরে উপস্থিত হতে পারবেন কিনা, তা নিয়ে কিছু জানাননি। 


প্রসঙ্গত, ন্যাশন্যাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় একাধিকবার রাহুল গাঁধীকে তলব করে ইডি। নয় দিনের মধ্যে পাঁচ দিন প্রায় ১০ থেকে ১২ ঘন্টা টানা রাহুল গাঁধীকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। সেই সময় কোভিডের জেরে হাসপাতালে ভর্তি ছিলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গাঁধী। যদিও এই জিজ্ঞাসাবাদের পর রাহুল গাঁধী তোপ দেগে বলেছিলেন, কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই ইডি-সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বয় দেখানো হচ্ছে।