মুম্বই: ইতিমধ্যেই স্পিকার নির্বাচনে জয় মিলেছে। রবিবারের সেই নির্বাচনে একপ্রস্থ শক্তি প্রদর্শন করেছে একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং বিজেপি (BJP) শিবির। এবার আজ, সোমবার বিধানসভায় ফ্লোর টেস্টের মুখোমুখি মহারাষ্ট্রের নতুন সরকার। সেখানেও জয়ের বিষয়ে প্রবল আশাবাদী শিন্ডে শিবির। জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত তারা, জানিয়েছে বিজেপিও। 


টানটান নাটকের পরে অবশেষে মহারাষ্ট্রে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীত্ব থেকে সরেছেন উদ্ধব ঠাকরে। বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডে। তারপরেই মহারাষ্ট্র বিধানসভায় দুই দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। রবিবার প্রথম দিনে স্পিকার নির্বাচনে উদ্ধব-কংগ্রেস-এনসিপি জোটের প্রার্থীকে হারিয়ে  জিতেছেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল নারবেকার। এবার আস্থা ভোটের সম্মুখীন মহারাষ্ট্রের (Maharashtra) নতুন সরকার। এদিন আস্থা ভোটের আগে একনাথ শিণ্ডের নেতৃত্বে থাকা শিবসেনার (Shiv Sena) বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ-সহ অন্য বিজেপি বিধায়করা। ওই আলোচনায় ছিলেন শিণ্ডে-বিজেপিকে সমর্থন করা অন্য দলের বিধায়করাও। এএনআই সূত্রে খবর, দুদিনের অধিবেশনের দ্বিতীয় দিনে ফ্লোর টেস্টের মুখোমুখি হচ্ছেন একনাথ শিণ্ডেরা। সেই নিয়েই যাবতীয় আলোচনা হয়েছে ওই মিটিংয়ে। 


ফড়ণবীশের দাবি:
দেবেন্দ্র ফড়ণবীশের দাবি, অন্তত ১৬৬টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন তাঁরা। রবিবারই ১৬৪টি ভোট পেয়ে জয় পেয়েছিলেন বিজেপির প্রার্থী। দুজন বিধায়ক অসুস্থতার কারণে আসতে পারেননি।


বিধানসভায় কে কোথায় দাঁড়িয়ে?
সম্প্রতি একজন শিবসেনা বিধায়ক মারা গিয়েছেন। ফলে এখন মহারাষ্ট্র বিধানসভায় রয়েছেন ২৮৭ জন বিধায়ক। এখন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গেলে প্রয়োজন ১৪৪ জনের সমর্থন। এই মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির ১০৬ জন বিধায়ক রয়েছেন। শিণ্ডে-শিবিরের সঙ্গে রয়েছেন ৩৯ জন বিদ্রোহী বিধায়ক। এদেরই সঙ্গে রয়েছেন বেশি কিছু নির্দল বিধায়ক। 


এরই মধ্যে উদ্ধব ও শিণ্ডে শিবিরের মধ্যে চলছে তীব্র টানাপড়েন। স্পিকার নির্বাচনে জোটের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেছিল উদ্ধব ঠাকরে শিবির। কিন্তু বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন শিণ্ডে-শিবিরের বিধায়করা। তারপরেই ওই বিধায়কদের সদস্যপদ খারিজ করার জন্য আবেদন জানিয়েছে উদ্ধব শিবির।   


আরও পড়ুন: পাসপোর্টে স্ত্রীর নাম যোগ করতে চান ? এই উপায়ে বাড়িতে বসেই করুন আপডেট