EPFO News: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সদস্যদের জন্য আসতে চলেছে দারুণ খবর। ২৯ ও ৩০ জুলাই সভার পরেই ঘোষণা হতে পারে এই নতুন নিয়ম। সূত্রের খবর, এবার 'সেন্ট্রাল পেনশন ডিস্ট্রিবিউশন সিস্টেম' (CPDS) চালু করতে চলেছে সরকার। যার ফলে উপকৃত হবেন দেশের ৭৩ লক্ষ পেনশন হোল্ডার।


EPFO Update: কী সুখবরের আশা ?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এই দু-দিনের সভায় কেন্দ্রীয় পেনশন বিতরণ ব্যবস্থা (CPDS) স্থাপনের সিদ্ধান্ত নিতে পারে। একবার এই প্রস্তাবে সিলমোহর পড়লেই আর পেনশনের জন্য অপেক্ষা করতে হবে না পেনশনারদের। এই ব্যবস্থা চালু হলে সারা দেশে একযোগে পেনশন ঢুকবে সব পেনশনারের।


EPFO Update: এখন কীভাবে দেওয়া হয় পেনশন ?
এই সময় দেশের বিভিন্ন জায়গায় নানা সময় পেনশন দেওয়া হয়। বর্তমানে EPFO-র ১৩৮টি আঞ্চলিক অফিস তাদের এলাকার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পেনশন পাঠিয়ে দেন। এ রকম পরিস্থিতিতে পেনশনভোগীরা বিভিন্ন দিন পেনশন পেয়ে থাকেন। সূত্রের খবর, ২৯ ও ৩০ জুলাই ইপিএফও-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)র সভায়' সেন্ট্রাল পেনশন ডিস্ট্রিবিউশন সিস্টেম' (CPDS)গঠনের প্রস্তাব দেওয়া হবে।


EPFO News: একসঙ্গে সবাই পাবে পেনশন


সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থা চালু হলে ১৩৮টি আঞ্চলিক অফিসের ডেটাবেসের ভিত্তিতে পেনশন বিতরণ করা হবে। এর মাধ্যমে একযোগে ৭৩ লাখ পেনশনভোগীকে পেনশন দেওয়া হবে।


EPFO Update: গত বছরের ২০ নভেম্বর এসেছিল অনুমোদন 
২০২১-এর ২০ নভেম্বর CBT-র ২২৯তম সভায় ট্রাস্টিরা C-DAC-এর মাধ্যমে একটি সেন্ট্রাল আইটি ভিত্তিক সিস্টেমের প্রস্তাব অনুমোদন করেছিল। বৈঠকের পরে শ্রম মন্ত্রক একটি বিবৃতিতে বলেছিল, আগামী দিনে আঞ্চলিক অফিসগুলির বিবরণ পর্যায়ক্রমে কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তর করা হবে। যাতে পরিষেবাগুলির পরিচালনা ও সরবরাহ আগের থেকে অনেক সহজ হয়। এরমাধ্যমে একযোগে সবার কাছে পৌঁছে যাবে পেনশন।


আরও পড়ুন : Aadhaar Card History: আপনার আধার কার্ড দিয়ে জালিয়াতি হচ্ছে না তো ? যাচাই করুন এভাবে