নয়াদিল্লি: প্রবাদ রয়েছে 'ফেলো কড় মাখো তেল'। তবে, এই ঘটনা যেন 'ফেলো কড়ি নাও ডিগ্রি'র মতো। চাহিদা মতো টাকা মেটালেই পাওয়া যাচ্ছে মনের মতো ডিগ্রি। আর টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রির অভিযোগে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করল সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিশ্ববিদ্যালয়ের (SRK University) বর্তমান ও একজন প্রাক্তন উপাচার্যকে। জানা গিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই বিশ্ববিদ্যালের একজন অ্যাসিসটেন্ট প্রফেসরকেও। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। 


গ্রেফতার প্রাক্তন ও বর্তমান উপাচার্য-


সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোপালের (Bhopal) সর্বপল্লী রাধাকৃষ্ণণ ইউনিভার্সিটি (Sarvepalli Radhakrishnan University) বা এসআরকে ইউনিভার্সিটির নামে বেশ কিছুদিন ধরেই অর্থের বিনিময়ে ডিগ্রি প্রদানের কারবারের খবর পাওয়া যাচ্ছিল। ভোপাল পুলিশের পক্ষ থেকে জানা যায়, ২০১৭ সাল থেকে এই অর্থের বিনিময়ে ডিগ্রি বিক্রির চক্র ফেঁদেছিলেন বেশ কয়েকজন। শ' খানেক ছাত্র-ছাত্রীকে ইতিমধ্যেই টাকা-পয়সার লেনদেনের মাধ্যমে ডিগ্রি বিক্রি করা হয়েছে। এদিন ভোপালের ওই বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার বর্তমান উপাচার্য এবং একজন প্রাক্তন উপাচার্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার দুই উপাচার্যর নাম যথাক্রমে ড. এম প্রশান্ত পিল্লাই এবং ড. এসএস কুশওয়া। এঁরা ছাড়াও এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আরও বেশ কয়েকজনকে। জানা গিয়েছে, তারা ডিগ্রি বিক্রির এই চক্রে এজেন্ট হিসেবে কাজ করত।


আরও পড়ুন - Navjot Singh Sidhu: এক বছরের জেল সিধুর, তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের


অভিযোগ উঠেছে যে, ভোপালের সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিশ্ববিদ্যালয়ে গত ২০১৭ সাল থেকে অর্থের বিনিময়ে বিএসসি, বিটেক, বিএসসি, এমবিএর মতো ডিগ্রি বিক্রি করা হচ্ছিল ছাত্রছাত্রীদের। টাকা ফেললেই তারা মনের মতো ডিগ্রি পেয়ে যাচ্ছিল। গোটা ঘটনা সামনে আসতেই পুলিশ একে একে এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছেন, তাঁদের সন্ধান চালাচ্ছে পুলিশ।