নয়াদিল্লি: আন্দোলনরত কৃষকদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য করলেন বিজেপি শাসিত হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল। বললেন, বাড়িতে থাকলেও ওই কৃষকরা মরতেনই। কেউ তো আর দুর্ঘটনায় মারা যাননি। স্বেচ্ছায় মরেছেন। হরিয়ানার কৃষিমন্ত্রীকে বরখাস্ত করা উচিত, দাবি কংগ্রেসের। 


দালাল বলেন, বাড়িতেও মরতে হত এঁদের। এখানে কি লোক মারা যাচ্ছে না? ১-২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু কি অস্বাভাবিক? কেউ হার্ট অ্যাটাকে মরেছে, কেউ জ্বরে মারা গেছেন। ভারতে নাগরিকদের গড় আয়ু কত, আর বছরে কতজন মারা যান জানেন? সেই হিসেব অনুযায়ীই মৃত্যু হয়েছে। কৃষক আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেন হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল।  


কৃষক আন্দোলন নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। ট্যুইটারে আক্রমণ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, একজন অসংবেদনশীল, রুচিহীন মানুষই অন্নদাতাদের আন্দোলন সম্পর্কে এধরনের মন্তব্য করতে পারেন। এটা যে লজ্জাজনক সেটাও তাঁরা বোঝেন না। হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল আগেও কৃষক আন্দোলনের সঙ্গে পাক ও চিন যোগ খুঁজে পেয়েছেন। তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত।





বিতর্কের মুখে পড়ে ক্ষমা চান দালাল। হরিয়ানার কৃষিমন্ত্রী বলেন, যদি কেউ আমার মন্তব্যে আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।