মুম্বই: করোনা নিষেধাজ্ঞা উড়িয়ে রাস্তায় ঘোরঘুরি করার অভিযোগে বুধবার বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও তাঁর বান্ধবী দিশা পটানির বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ।
আর বুধবার, নিজস্ব ঢঙে নাম না করে এই দুই অভিনেতার প্রসঙ্গ টেনে ফের একবার সচেতনতার বার্তা দিল মুম্বই পুলিশ। প্রায়ই, সচেতনতা গড়ে তুলতে পপ সংস্কৃতি থেকে উদাহরণ টেনে আনা মুম্বই পুলিশের নিজস্ব স্টাইল।
এবারও তার অন্যথা হয়নি। টাইগার শ্রফ ও দিশার সরাসরি নাম না করলেও তাঁদের অভিনীত দুটি ছবির নাম উল্লেখ করে ট্যুইটের মাধ্যমে সকলকে অযথা 'হিরোগিরি' এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের ওই ট্যুইটে লেখা হয়েছে, ভাইরাসের বিরুদ্ধে চলতি যুদ্ধের সময় বান্দ্রার রাস্তায় 'মলঙ্গ' হয়ে ঘুরে বেড়ানোর মূল্য চোকাতে হয়েছে দুই অভিনেতাকে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪ ও ১৮৮ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। আমরা সকল মুম্বইবাসীকে অনুরোধ করছি, অযথা 'হিরোপন্তি' না করার, যাতে কোভিড-১৯ এর বিরুদ্ধে গড়া সুরক্ষাবিধি ভঙ্গ হয়।
দুপুর ২টোর সময়সীমা পার হওয়ার পর বান্দ্রা ব্য়ান্ডস্ট্যান্ড প্রোমেনেডে ঘুরে বেড়ানোর জন্য টাইগার ও দিশার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশের দাবি, কারফিউর সময় বাড়ির বাইরে থাকার কোনও গ্রহণযোগ্য যুক্তি দিতে পারেননি দুই অভিনেতা। প্রসঙ্গত ১৫ জুন পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউন চলছে। পুলিশ জানিয়েছে, ১৮৮ ধারায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু, তাঁদের গ্রেফতার করা হয়নি। কারণ, এই ধারাগুলি জামিনযোগ্য।
এর আগে, মঙ্গলবার, জিম থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় পুলিশ টাইগার ও দিশাকে আটকেছিল। জানা যায়, রাস্তা বন্ধ হওয়া সত্ত্বেও, তাঁদের গাড়ি ঢুকে পড়েছিল। গাড়ির নথি পরীক্ষা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল।
২০১৬ সাল থেকে টাইগার ও দিশা সম্পর্কে রয়ছেন বলে বলিউডে জোর জল্পনা। যদিও, দুজনই দাবি করেন, তাঁরা ভাল বন্ধু। দুজনে একসঙ্গে 'বাগী ২' ছবিতে কাজ করেছেন।