টোরোন্টো: কানাডার টোরোন্টোতে ভয়াবহ পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায়  মৃত্যু হল পাঁচ ভারতীয় ছাত্রের। শনিবার সকালে টোরোন্টোর কাছে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওন্টারিও হাইওয়েতে ট্রাক্টর-ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল ওই পাঁচ ভারতীয় পড়ুয়ারা। জানা গেছে, একটি গাড়িতে সওয়ারি ছিলেন ওই ভারতীয় পড়ুয়ারা। ওন্টারিও হাইওয়েতে তাঁদের গাড়ির সঙ্গে সংঘর্ষ বেধে যায় একটি ট্রাক্টর ট্রেলারের। 


জানা গেছে, যে ভ্যানটিতে ভারতীয় ছাত্ররা যাচ্ছিলেন, তাতে সাত জন ছিলেন। সাত যাত্রীকে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পাঁচ ভারতীয় ছাত্র ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রাক্টর ট্রেলারের চালক কোনওক্রমে প্রাণে বেঁচেছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। 


এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর সোমবার জানিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। নিহত ভারতীয় পড়ুয়াদের শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন অজয় বিসারিয়া। ট্যুইট করে এই দুর্ঘটনা খবর জানিয়ে নিহতের পরিজনদের সহমর্মিতা প্রকাশ করেছেন জানিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। তিনি ট্যুইট করে বলেছেন, গত শনিার, ১৩ মার্চ টোরোন্টোর কাছে গাড়ি দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্র মারা গিয়েছেন। আরও দুজন ভর্তি হাসপাতালে। টোরোন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেলের দল হতাহত ভারতীয় পড়ুয়াদের বন্ধুদের সঙ্গে যাবতীয় সহায়তার জন্য যোগাযোগ রেখে চলেছে। 


নিহত পাঁচ ভারতীয় পড়ুয়ার পরিচয়ও জানা গিয়েছে। কুইন্টে ওয়েস্ট ওন্টারিও প্রভিন্সিয়িল পুলিশ (ওপিপি) ওই পাঁচ ভারতীয় পড়ুয়ার পরিচয় জানতে পেরেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতরা হলেন হরপ্রিত সিংহ (বয়স ২৪), জসপিন্দার সিংহ (বয়স ২১), করণপাল সিংহ ( বয়স ২২), মোহিত চৌহান (বয়স ২৩) এবং পবন কুমার (বয়স ২৩)। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই তথ্য জানা গেছে। 


ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ এই তদন্তের কাজ চালাচ্ছে বলে খবর।