রায়পুর: ছত্তীসগঢ়ে ফের মাও হানা, ৫ নিরাপত্তারক্ষীর মৃত্যু। ছত্তীসগঢ়ের বীজাপুরে মাও হানা, আহত আরও ১২। বীজাপুরের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই।
সূত্রের খবর, বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ মাওবাদীও। এর মধ্যে এক মহিলা অপারেটিভও রয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে, নিহত জওয়ানদের মধ্য়ে ২ জন সিআরপিএফ এবং তিনজন জেলা পুলিশের রিজার্ভ বাহিনীর (ডিআরজি)।
সূত্রের খবর, বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপি এবং রাজ্য পুলিশের এসটিএফ ও ডিআরজি-র যৌথ বাহিনী। আচমকা, জঙ্গলের মধ্যে থেকে বাহিনী লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।
রাজ্য পুলিশ সূত্রে খবর, নিহত ২ সিআরপি জওয়ান এলিট কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেসোলিউট অ্যাকশন)-ইউনিটের এর সদস্য।
এর আগে, গত ২৩ মার্চ, ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় আইইডি দিয়ে বাহিনী-ভর্তি বাসে বিস্ফোরণ ঘটালে পাঁচ ডিআরজি জওয়ানের মৃত্যু হয়।
অন্যদিকে, চলতি সপ্তাহের গোড়ায় সুকমায় নাশকতামূলক হামলা চালানোর ছক কষার অভিযোগে তিন মাওবাদীকে গ্রেফতার করে আইটিবিপি।
গতমাসে, বিজাপুরে জেলা পঞ্চায়েত সদস্যকে হত্যা করে মাওবাদীরা। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে, কোন্দাগাঁওয়ের ধানোরা এলাকায় ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।