নয়া দিল্লি : হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত(Madhulika Rawat ) ও হেলিকপ্টারে থাকা আরও ১১ জনের। প্রসঙ্গত, আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের(ভারতের অন্যতম বড় এনজিও) প্রেসিডেন্ট ছিলেন মধুলিকা। তিনি সেনাকর্মীদের স্ত্রী, শিশু ও নির্ভরশীলদের কল্যাণে কাজ করতেন। স্বাভাবিকভাবেই, মধুলিকা রাওয়াতের মৃত্যুতে শোকের মহল। 


শুধু তাই নয়, আরও অন্যান্য বিষয়ের সঙ্গেও জড়িত ছিলেন বিপিন রাওয়াত-পত্নী। একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি ও অভিযানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন মধুলিকা। সেইসব কর্মূসচিতে বীর নারী(জওয়ানদের বিধবা) ও বিশেষভাবে সক্ষম শিশুদের সাহায্য করা হত। 


আরও পড়ুন ; বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় প্রয়াত বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত


এছাড়াও মধুলিকা রাওয়াত জওয়ানের স্ত্রীদের ক্ষমতায়নে অনুঘটক হিসেবে কাজ করতেন। তাঁদের বিউটিশিয়ান কোর্সের সাথে দর্জি, সেলাই এবং ব্যাগ তৈরিতে কোর্স করতে উৎসাহিত করতেন। যাতে তাঁরা আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারেন। কেক ও চকোলেট তৈরি করা শেখাতেও উৎসাহিত করতেন। সদস্যদের স্বাস্থ্য সচেতনতা হয়ে উঠতে অনুপ্রাণিত করতেন মধুলিকা।


 





এহেন মধুলিকা রাওয়াত পড়াশোনা করেছিলেন দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে গ্র্যাজুয়েশন করেছিলেন। আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(Army Wives Welfare Association) ছাড়াও ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন মধুলিকা ।


প্রসঙ্গত, বুধবার বেলায় দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান - ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে। বিপিন রাওয়াত-সহ বাকিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(President Ram Nath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গাঁধী। এর আগেও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক বিশিষ্ট মানুষ।