নয়া দিল্লি : গোয়ায় (Goa) এবার ক্ষমতায় কে - কংগ্রেস (Congress) না বিজেপি (BJP) ? কেমনই বা ফল করবে আপ ও তৃণমূল কংগ্রেস ? এই সৈকত-রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তার আগে অবশ্য আজ উঠে এল এবিপি নিউজ-সিভোটার সমীক্ষার ফলাফল।


গোয়া বিধানসভায় রয়েছে ৪০টি আসন। ২০১৭-র বিধানসভা নির্বাচনে এখানে ১৭টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস, বিজেপি জিতেছিল ১৩টিতে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল ১০টি আসন। কম আসন থাকা সত্ত্বেও গোয়ায় সরকার গঠনে সফল হয় গেরুয়া শিবির। সাহায্য নেয় আঞ্চলিক দলগুলির। 


এই মুহূর্তে গোয়ায় বিজেপির সঙ্গে ২৭ জন বিধায়ক রয়েছেন, কংগ্রেসের চার জন এবং গোয়া ফরওয়ার্ড পার্টির তিন জন। এছাড়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন এবং এমজিপি-র একজন বিধায়ক রয়েছেন। নির্দল জনপ্রতিনিধি রয়েছেন তিনজন। এই পরিস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি এখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এক দফাতেই ভোট হবে ছোট এই রাজ্যে।


আরও পড়ুন ; পাঞ্জাবে আম আদমির প্রথম পছন্দ AAP, 'কিংমেকার' হয়ে উঠতে পারে SAD; বলছে এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা


এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা (ABP News-CVoter Survey) অনুযায়ী, গোয়ায় এগিয়ে রয়েছে বিজেপি। উপকূলের এই রাজ্যে অধিকাংশ আসনই যাবে তাদের ঝুলিতে। ১৯ থেকে ২৩টি আসন পেতে পারে গেরুয়া শিবির। কংগ্রেস পেতে পারে ৪ থেকে ৮টি আসন। বিস্ময়করভাবে কংগ্রেসকে এগিয়ে যেতে পারে আম আদমি পার্টি (AAP)। কেজরিওয়ালের দল ৫ থেকে ৯টি আসন পেতে পারে। স্থানীয় দল এমজিপি-র (MGP) ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬টি আসন।


এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর রাজ্যের বাইরে গোয়া, ত্রিপুরার মতো রাজ্য সংগঠন বিস্তারে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা গোয়ার নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণা করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই জমি শক্ত করতে গোয়া সফর করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো সহ কয়েকজন কংগ্রেস নেতা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।